বানভাসির আশঙ্কা নিয়েও ভয়ে চুপ! চুরি যাচ্ছে আত্রেয়ী নদী বাঁধের গাছ

0
52

নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ

রাতের অন্ধকারে সাফ হচ্ছে আত্রেয়ী নদী বাঁধের গাছ। এমনকি বাঁধ কেটে রাস্তা বানিয়ে বালি তোলা হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর। চকভৃগু ডাকরা এলাকার বাসিন্দারা ফের একবার বানভাসি হওয়ার আশঙ্কায় ভুগছেন।

trees | newsfront.co
নিজস্ব চিত্র

বাসিন্দাদের তরফ থেকে সেচ দফতরে লিখিত অভিযোগ জানানো হলেও প্রকাশ্যে অভিযোগ জানাতে কেউই এগিয়ে আসছেন না। বালি ব্যবসায়ীদের এই কর্মকান্ডের প্রকাশ্যে বিরোধিতা করতেও সাহস করছেন না বাসিন্দারা।

river bank | newsfront.co
নিজস্ব চিত্র
river | newsfront.co
নিজস্ব চিত্র

এদিন এলাকায় ছবি তুলতে গেলে, বালি ব্যবসায়ীরা এই খবর করতে নিষেধ করতে থাকে। কার্যত তাদের জমায়েত দেখেই স্থানীয় বাসিন্দারাও এগিয়ে আসবার সাহস দেখাতে পারছেন না। সেচ দফতরে লিখিত অভিযোগ জানানো কপিতে বাসিন্দারা জানিয়েছেন যে, এলাকার নদী বাঁধ কেটে রাস্তা বানিয়ে চলছে ট্রাক্টরে বালি তোলার কাজ।

আরও পড়ুনঃ আমাদের ভবিষ্যৎ কোথায়..? অভিনব প্রতিবাদে প্রশ্ন মেদিনীপুর পুরসভার অস্থায়ী কর্মীদের

এমনকি ওই রাস্তা বানাতে গিয়ে সামনে পড়া গাছগুলো কেটে ফেলা হয়েছে। তবে বালি ব্যবসায়ীদের অবশ্য দাবি যে, তারা রাজস্ব দিয়েই এই বালি তোলার কাজ করছেন এবং বাঁধ কাটেননি এবং গাছও কাটেননি তারা । এসব কারা করেছে তাদের জানা নেই।সেচ দফতরের তরফে এই ঘটনার তদন্ত করে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here