পুকুর চুরির প্রতিবাদে স্থানীয়দের বিক্ষোভ কোলাঘাটে

0
70

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে পুকুর ভরাট করে নির্মাণ কাজের অভিযোগে হাইকোর্টে জনস্বার্থ মামলার সাথে সাথে এলাকার মানুষজনের উদ‍্যোগে গত ২২শে ফেব্রুয়ারি বিকালে কোলাঘাট বাড়বড়িশা গ্রামে গনকনভেনশন ও বিক্ষোভমিছিল সংগঠিত হয়।

Lake | newsfront.co

স্থানীয়সূত্রে জানা যায় , কোলাঘাটে বাড়বড়িশা মৌজায় ৬১০ নম্বর দাগে প্রায় দশবিঘা জমির উপর ‘কলপুকুর’ নামে পরিচিত একটি বড় মাপের জলাশয় আছে। প্রায় শতবর্ষ প্রাচীন এই পুকুরে ওই গ্রামের পূর্ব দাসপাড়া, বাগান বাড়ি, কাচারীপাড়া, রূপনারায়ণ পল্লী ও নতুন বাজার হাট এলাকার প্রায় শতাধিক পরিবার এই পুকুরটি নিয়মিত ব‍্যবহার করেন বলে স্থানীয় সূত্রে জানা যায়।

Meeting | newsfront.co
জমায়েত ৷ নিজস্ব চিত্র

অভিযোগ এই পুকুর পাড়ের বাসিন্দা এই পুকুরের মালিকপক্ষ নিজে বেশকিছু অংশ ধীরে ধীরে জলাশয় ভরাট করে এবং এক প্রোমোটারকে পুকুরের বাকি অংশ বিক্রি করে বহুতলের নির্মাণকার্য শুরু করেছেন। এলাকার মানুষজন প্রথমে এই বহুল ব‍্যবহৃত পুকুরটি না বোজানোর আবেদন করেন। মালিকপক্ষ কর্ণপাত না করে নির্মাণকাজ চালিয়ে যান।

Women Rally | newsfront.co
পুকুর রক্ষার্থে প্রতিবাদ মিছিল ৷ নিজস্ব চিত্র

এরপর জলাশয় রক্ষায় এলাকার মানুষ দলবদ্ধভাবে বি এল আর ও, গ্রাম পঞ্চায়েত ও সমিতি, বি ডি ও, থানা, জেলা শাসক, পরিবেশ দফতরে মাসপিটিশন জমা দেন। হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়, জানা গিয়েছে এই বিষয়ে গত ১২ ই ফেব্রুয়ারি কোলা বিট হাউসের পুলিশ একরকম জোর করেই নির্মাণ কাজ বন্ধ করে দিয়ে যান। তার পরেও ওই বিশাল জলাশয়টি মাটি ভরাট করে নির্মাণ কাজ করার সব রকম চেষ্টা করে যাচ্ছেন মালিকপক্ষ।

আরও পড়ুনঃ চাকরির নামে টাকা নেওয়ার অভিযোগ বিধায়কের বিরুদ্ধে, সরগরম ধূপগুড়ি

এরই প্রতিবাদে এদিন গনকনভেনশন ও ধিক্কার মিছিল সংগঠিত হয়। যোগ দিয়েছিলেন এলাকার ব‍্যবসায়ী, চাকরিজীবি, শিক্ষক, ডাক্তার, অধ্যাপক থেকে ছাত্র-ছাত্রী ও বাড়ির মহিলারাও অংশ নেন। এলাকাবাসীর পক্ষে শ‍্যামাপ্রসাদ মুখার্জী, প্রবীর সাঁই, বিশ্বজিৎ চক্রবর্তী, রূপেশ জৈনরা বলেন, ” শতাব্দী প্রাচীন বহুল ব‍্যবহৃত এই জলাশয়টি এই এলাকার একমাত্র পরিবেশ সম্পদ। সেটা ভরাট করে বহুতল নির্মাণের কাজ আমরা সব রকমভাবে বাঁধা দেওয়ার চেষ্টা করব। এই বিষয়ে আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করছি।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here