নিউজফ্রন্ট, ওয়েব ডেস্কঃ
করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ তিন মাস বন্ধ ছিল রেল পরিষেবা। কেন্দ্রের নির্দেশানুযায়ী, পয়লা মে থেকে লকডাউনের কারণে বিভিন্ন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে ‘শ্রমিক স্পেশাল’ ট্রেন চালু হয়েছিল। তবে পঞ্চমবার দফার লকডাউনে ধীরে ধীরে চালু হয়েছে দূরপাল্লার ট্রেনগুলি। এবার মুম্বইয়ে চালু হচ্ছে লোকাল ট্রেন। তবে শুধুমাত্র জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিয়েই আজ, সোমবার থেকে তা চলবে বলে টুইট করে জানিয়েছে প্রশাসন। তবে সাধারণ যাত্রীরা এখনই এই পরিষেবা পাবেন না।
পাশাপাশি স্টেশনগুলিতে ভিড় না করার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে। রবিবারই এহেন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পশ্চিম রেলওয়ে। সামাজিক দূরত্ব বজায় রাখতে ১২০০ যাত্রীর পরিবর্তে ৭০০ যাত্রী নিয়েই রওনা দিচ্ছে ট্রেনগুলি।
আরও পড়ুনঃ অবশেষে আজ খুলে গেল বেলুড় মঠ
পশ্চিম রেলওয়ের তরফ থেকে জানানো হয়েছে, সোমবার ভোর সাড়ে পাঁচটা থেকেই চালান হচ্ছে এই লোকাল ট্রেন। ১৫ মিনিট অন্তর এই ট্রেন চলবে রাত ১১ টা পর্যন্ত। এখন আপাতত সবচেয়ে বেশি ট্রেন চালান হচ্ছে চার্জগেট ও ভিরার রুট পর্যন্ত। ধানু রোড রুটেও চালান হচ্ছে অল্প সংখ্যক ট্রেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584