নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
করোনা আবহের কারণে দীর্ঘ আট মাস ধরে বন্ধ ছিল লোকাল ট্রেন পরিষেবা। অবশেষে রাজ্য সরকার ও রেলের মধ্যস্থতায় আগামীকাল বুধবার থেকে চালু হচ্ছে লোকাল ট্রেনের পরিষেবা। মেদিনীপুর খড়্গপুর হাওড়া লাইনে চলবে একাধিক লোকাল ট্রেন।
তবে লোকাল ট্রেন না চললেও মালগাড়ি, স্পেশাল ট্রেন চলাচল করেছিল।করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দিয়ে স্টেশনে প্রবেশ ও ট্রেনে ওঠার ক্ষেত্রে কি করণীয় তার ফ্লেক্স লাগাতে ব্যস্ত রেল আধিকারিক ও রেল পুলিশ কর্মীরা।
খড়্গপুর জংশনে প্রচুর মানুষের ভিড় হবে আশঙ্কা করে সব রকম প্রস্তুতি নিতে যেমন শুরু করেছে, ঠিক তেমনি মেদিনীপুর স্টেশনেও কর্মব্যস্ততা লক্ষ্য করা গেল কর্মীদের মধ্যে।মেদিনীপুর স্টেশনেও প্রস্তুতি চলছে।
ওসি আরপিএফ বিজেন্দ্র কুমার বলেন, “নির্দেশ আসার পরেই তা কার্যকরী করা হচ্ছে। আপ এবং ডাউনে ২৬টি লোকাল ট্রেন মেদিনীপুর – হাওড়া ডিভিশনে চলবে। সকাল ৪:১০ এ প্রথম লোকাল ট্রেন। তাছাড়া ৩ জোড়া একপ্রেস চলবে। যাতে যাত্রীরা নিয়ম মেনে চলেন সেব্যাপারে পুলিশের যা কর্তব্য তা জানিয়ে দেওয়া হয়েছে।”
আরও পড়ুনঃ বহুবিধ সমস্যায় জর্জরিত বেসরকারি পরিবহন,বিঘ্ন পরিষেবায়
অন্যদিকে মেদিনীপুর স্টেশন এবং খড়্গপুর স্টেশনে টিকিট কাউন্টারে এসে খোঁজ নিতে শুরু করেছেন অনেক যাত্রী। কখন টিকিট কাউন্টার খোলা হবে কখন ট্রেন চলবে সেই সম্বন্ধে খোঁজখবর নিয়েছেন বলে জানালেন কয়েকজন যাত্রী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584