৫০ শতাংশ যাত্রী নিয়ে রবিবার থেকে লোকাল ট্রেন চালুর নির্দেশ নবান্নের

0
91

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

রাজ্যে চালু হচ্ছে লোকাল ট্রেন। ৩১ অক্টোবর, রবিবার থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন চালুর নির্দেশ দিল নবান্ন। গত মে মাস থেকে বন্ধ ছিল লোকাল ট্রেন পরিষেবা। ফলে সমস্যার সম্মুখীন হন বহু মানুষ। এবার করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই ৫০ শতাংশ যাত্রী নিয়ে সমস্ত কোভিড প্রোটোকল মেনে লোকাল ট্রেন চালুর সিদ্ধান্ত নিল নবান্ন। পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যে লোকাল ট্রেন চালানোর জন্য তারা একেবারে তৈরি রয়েছে। আজ রাজ্য সরকার লোকাল ট্রেনের উপর থেকে বিধি নিষেধ তুলে নেওয়ায় পরিষেবা স্বাভাবিক করার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে রেল।

local train
প্রতীকী চিত্র

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, ‘‘চলতি বছরের মে মাস থেকে রাজ্য সরকারের নির্দেশেই বন্ধ রাখা হয়েছিল লোকাল ট্রেন পরিষেবা। তবে যাত্রীদের সুবিধার্থে হাওড়া ও শিয়ালদহ শাখায় কয়েকটি স্পেশাল ট্রেন চালানো হচ্ছিল। এবার রাজ্য সরকারের অনুমতি মেলায় রবিবার থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন পরিষেবা পুরোপুরি চালু হবে। আমরা আগে থেকেই এর জন্য প্রস্তুত ছিলাম।’’

তিনি আরও বলেন, ‘‘৫০ শতাংশ যাত্রী নিয়ে সব লোকাল ট্রেন চালু হয়ে গেলেও সাধারণ মানুষের কাছে রেলের আর্জি যেন খুব জরুরি প্রয়োজন ছাড়া কেউ ট্রেন সফর না করেন। কারণ কোভিড পরিস্থিতি এখনও সম্পূর্ণভাবে স্বাভাবিক হয়নি।”

আরও পড়ুনঃ ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ল করোনা বিধি-নিষেধের মেয়াদ, নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের

আগামী ১৬ নভেম্বর থেকে খুলবে স্কুল-কলেজের দরজা। আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণির পঠনপাঠন শুরু হবে স্কুলে। তাই লোকাল ট্রেন চালু না হওয়ায় স্বাভাবিকভাবেই চিন্তায় ছিলেন অভিভাবকরা। আজ শুক্রবার নবান্নের এই লোকাল ট্রেন চালু চালু করার সিদ্ধান্তে কার্যত চিন্তামুক্ত হলেন তাঁরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here