শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
অবশেষে পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে লোকাল ট্রেন। সোমবার নবান্নে রেল-রাজ্য বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সম্মতি দিল রাজ্য সরকার। জানা যাচ্ছে, আপাতত ১০ শতাংশ লোকাল ট্রেন চালানো হবে বাংলায়। কালী পুজোর পর অবস্থা বুঝে ধীরে ধীরে বাড়ানো হতে পারে লোকাল ট্রেনের সংখ্যা।
হুগলির পান্ডুয়া, সোনারপুর এবং সর্বশেষ হাওড়া স্টেশনে যাত্রী বিক্ষোভের পর নড়েচড়ে বসেছিল রাজ্য প্রশাসন। পূর্ব রেলের চিঠির জবাব দিয়ে ভারতীয় রেলের সাথে আলোচনায় বসতে চেয়ে চিঠি দিয়েছিল রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রক। কোভিড বিধি মেনে সাধারণ যাত্রীদের জন্য সকাল ও দুপুরে ট্রেন চালানোর জন্য সোমবার রেল ও রাজ্য বৈঠকে বসেন রেল আধিকারিকরা।
আরও পড়ুনঃ ফের মুর্শিদাবাদে আল-কায়দা যোগ সন্দেহে গ্রেফতার আরও ১
লকডাউনের পূর্বে যেখানে লোকাল ট্রেনে গড়ে ৩৫ লাখ যাত্রী যাতায়াত করত, এবার সেই সংখ্যা কমে ৯.৬ লক্ষ হিসেবে যাত্রী ট্রেনে উঠতে দেওয়া হবে। তার বেশি লোক যাতে ট্রেনে উঠতে না পারে, সেই বিষয়টি দেখবে রাজ্য পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584