শিবডাঙ্গিতে সেতু পুনর্নির্মাণের দাবিতে জাতীয় সড়কে অবরোধ

0
79

নিজস্ব সংবাদদাতা, দার্জিলিংঃ

শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের হেটমুড়ি সিংহীঝোড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিবডাঙ্গি এলাকায় ভেঙে পড়া সেতু পুনর্নির্মাণের দাবিতে এদিন ভুট্টাবাড়ি মোড়ে ৩১ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা মহিলারা।

Road Blockade | newsfront.co
পথ অবরোধ ৷ নিজস্ব চিত্র

তাদের অভিযোগ যে গতবছর বর্ষার কারণে শিবডাঙ্গি এলাকার একমাত্র সেতু তলিয়ে যায়। এর ফলে যাতায়াত বিচ্ছিন্ন হয়ে পড়ে তুরিভিটা,কামরাঙ্গা গুড়ি,বৈরাগীনি,শিবডাঙ্গি চারটি গ্রামের প্রায় কয়েক হাজার মানুষের। এমনকি এই বিষয়ে বহুবার প্রশাসনকে জানানো হয়েছে কিন্তু কোন সুরাহা হয়নি ।

আরও পড়ুনঃ বিশেষ চাহিদা সম্পন্নদের নবান্ন অভিযান আটকাল পুলিশ

অবশেষে বাধ্য হয়ে গত মাসের ২৫ তারিখে বিডিওকে একটি স্মারকলিপি দেওয়া হয়। এরপর বিডিও আশ্বাস দেন। কিন্তু প্রায় ১৫ দিন হতে চলল এখনও পর্যন্ত কোন ব্যবস্থা নেওয়া হয়নি । তারই প্রতিবাদে এদিন বাধ্য হয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। এই পথ অবরোধের ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বাগডোগরা থেকে ইসলামপুর পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায় ।

আরও পড়ুনঃ খয়েরবাড়ি গ্রাম পঞ্চায়েত অফিসের মূল গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ ঠিকাদারদের

অপরদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বাগডোগরা থানার পুলিশ। এরপর পুলিশ প্রশাসনের আশ্বাসের পর অবরোধ তুলে নেন অবরোধকারীরা। এই পথ অবরোধ প্রায় একঘন্টা ধরে চলে। যদিও পুলিশি তৎপরতায় অবশেষে যানজট নিয়ন্ত্রণে আসে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here