নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
লকডাউনের সময় লুকিয়ে মদ বিক্রি করার হদিস পেয়ে স্থানীয় মহিলারা ভেঙে নষ্ট করে দিল দেশি মদের ঠেক।এই ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে স্থানীয় গোটা এলাকায়।
আরও পড়ুনঃ পর্যাপ্ত রেশন না মেলায় বচসা, গ্রেফতার ডিলারের ছেলে রাজু
রাজ্য সরকারের নির্দেশে সরকারি মদের দোকান সমস্ত বন্ধ রয়েছে। তা সত্ত্বেও চড়া দামে বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে দেশি মদ। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সদর শহর লাগোয়া নকিবসান গ্রামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে লুকিয়ে মদের ব্যবসা করে যাচ্ছে। বিশেষ করে লকডাউন – এর সময় সমস্ত মদের দোকান বন্ধ থাকলেও ওই গ্রামে কিভাবে মদ আসছে তা এলাকার মানুষ বুঝে উঠতে পারছিলেননা। মঙ্গলবার সকালে নকীবসান গ্রামের মহিলারা মদের ঠেকে গিয়ে সমস্ত মদ বের করে নষ্ট করে দেয়। ঘটনাস্থলে তমলুক থানার পুলিশ যায়। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মদ বিক্রেতা। তমলুক থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। লকডাউন এর সময় কিভাবে এতো এত মদ এলাকায় এল? তাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রের দাবি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584