মদের ঠেক ভাঙল মহিলারা

0
79

পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ

করোনা আতঙ্কে এলাকার মদের ঠেক ভেঙে দিলেন প্রমীলা বাহিনী। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার পশ্চিম বোগ্রাম গ্রামে। গ্রামের মহিলাদের দাবি, এলাকার মদের ঠেককে কেন্দ্র করে বহু অপরিচিত ভিন এলাকার মানুষের সমাগম হত। মুখে বললেও স্থানীয় ও বহিরাগত মদ্যপায়ীরা লকডাউন পিরিয়ডেও বন্ধ করেনি তাদের ঠেক। ফলে বাধ্য হয়ে আজ গ্রামের সব মহিলারা একত্রিত হয়ে মদের ঠেকটিই ভেঙে দিয়েছেন।

women |newsfront.co
নিজস্ব চিত্র

মদের ঠেক ভাঙা নিয়ে মদ বিক্রেতা ও মদ্যপায়ীদের সাথে এলাকার মহিলাদের ব্যাপক খণ্ডযুদ্ধও বাধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

jar |newsfront.co
নিজস্ব চিত্র

একেই খেটে খাওয়া সাধারন মানুষ করোনা ভাইরাস নিয়ে ব্যাপক আতঙ্কিত হয়ে রয়েছেন। গোটা দেশজুড়ে চলছে লকডাউন পিরিয়ড। আর এই লকডাউন পিরিয়ডেও রায়গঞ্জ থানার কমলাবাড়ি গ্রামপঞ্চায়েতের পশ্চিম বোগ্রাম গ্রামে রমরমিয়ে চলছে মদের ঠেক। মদ বিক্রেতা ও মদ্যপায়ীদের ভীড়ে সামাজিক দূরত্ব হারিয়ে গিয়ে করোনার আতঙ্ক গ্রাস করেছিল গ্রামের মহিলাদের। আতঙ্কিত মহিলারা জানান, শুধু গ্রামের পুরুষ ও যুবকেরাই নয় ভিন এলাকা থেকে অপরিচিত মানুষজনের জমায়েত স্থল হয়ে উঠেছিল এই মদের ঠেক।

আরও পড়ুনঃ গোপনে চোলাইয়ের পসরা, ঠেক ভাঙলো প্রমীলা বাহিনী

যেকোনও মুহূর্তে করোনা ভাইরাসের সংক্রমণ ঘটতে পারে গ্রামে। বহুবার আবেদন নিবেদন করেও কোনও কাজ না হওয়ায় মঙ্গলবার পশ্চিম বোগ্রাম এলাকার মদের ঠেক ভেঙে দিলেন গ্রামের মা বোনেরা। সংক্রমণ প্রতিরোধ করার পাশাপাশি এলাকার সামাজিক অবক্ষয় রুখতে তাদের এই পদক্ষেপ বলে জানালেন গ্রামের মহিলারা। মহিলাদের এই প্রতিবাদে শামিল হয়েছিলেন পশ্চিম বোগ্রাম গ্রামের বেশকিছু সমাজ সচেতন মানুষও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here