নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
কয়েকজন যুবকের হাতে আক্রান্ত হলেন কর্তব্যরত সাব-ইন্সপেক্টর সহ থানার ৪ জন সিভিক ভলেন্টিয়ার। রবিবার এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় হরিহরপাড়া থানার হাট প্রাঙ্গণ এলাকায়।

ঘটনায় আক্রান্ত পুলিশ কর্মীদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ৷স্থানীয় সূত্রে জানা যায়,এদিন হরিহরপাড়া ব্রিজের উপর যানজটকে কেন্দ্র করে একদল যুবকের সঙ্গে প্রথমে দুইজন সিভিক পুলিশ কর্মীর তর্কাতর্কি থেকে হাতাহাতি হয়।

পরবর্তীতে থানা থেকে বিশাল পুলিশবাহিনী এনে রাজ্জাক মন্ডল নামে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় একজন ব্যক্তি পুলিশ ভ্যান থেকে অভিযুক্ত যুবককে ছিনিয়ে নিয়ে চলে যায় । তার ফলে পুনরায় পুলিশ বাহিনীর সঙ্গে ওই যুবকদের সঙ্গী ও স্থানীয় বাসিন্দাদের ব্যাপক সংঘর্ষ বাধে।
আরও পড়ুনঃ তৃণমূলের হুংকারে এবার আইনি পথে বিজেপি, শোরগোল মহিষাদলে
আর তাতেই গুরুতর জখম হন ওই পাঁচ পুলিশ কর্মী।এই ঘটনায় প্রাথমিকভাবে তিন জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584