সায়নিকা সরকার, মালদহঃ
পাচারের সন্দেহে গাড়ি ভর্তি রেশনের চাল এবং আটা বাজারে বিক্রি করতে যাওয়ার সময় হাতেনাতে ধরলেন গ্রামবাসীরা। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে মালদহের হবিবপুর থানার ঘোষ পাড়া এলাকায়। গ্রামবাসীরা পিকআপ ভ্যানটি আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
পুলিশ এই ঘটনায় চালকসহ ২ জনকে আটক করেছে। ১৫ বস্তা চাল এবং ৭ বস্তা আটা উদ্ধার করেছে পুলিশ। গ্রামবাসীদের অভিযোগ, হবিবপুর থানার ঘোষপাড়া এলাকা থেকে বুলবুলচন্ডী বাজার যাচ্ছিল গাড়িটি। তাদের এও অভিযোগ, প্রায় দেড় মাস ধরে চলছে লকডাউন।
আরও পড়ুনঃ করোনা আবহে শিশুদের পাশে কাউন্সিলার
কর্মহীন গরীব মানুষরা খাবার পাচ্ছেনা। সরকারের পক্ষ থেকে রেশনের মাধ্যমে চাল সহ অন্যান্য খাদ্য সামগ্রী বিনামূল্যে দেওয়া হচ্ছে দুঃস্থ মানুষদের।
কিন্তু সেই চাল এবং আটা নিয়ে শুরু হয়েছে কালোবাজারি। রেশনের চাল এবং আটা বিক্রি করা হচ্ছে বাজারে। তবে কে বা কারা এই কাজের সঙ্গে যুক্ত তা পরিষ্কারভাবে জানাতে পারেননি তারা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584