নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
নর্দমার নোংরা জল ঘরে ঢোকায় ক্ষুব্ধ ইংরেজবাজার এলাকার বাসিন্দারা।
দু’দিন আগে বৃষ্টি হলেও এখনো জলমগ্ন মালদহের ইংরেজবাজার পুরসভার বিভিন্ন এলাকা। ইংরেজবাজার পুরসভার চার নম্বর ওয়ার্ড একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড হলেও এই ওয়ার্ডে অল্প বৃষ্টিতে জল জমে যায়।
ড্রেনের নোংরা জল ওয়ার্ডের বাসিন্দাদের ঘরে ঢুকে যাওয়াতে এই ওয়ার্ডের বাসিন্দারা ক্ষুব্ধ ও বিরক্ত। নোংরা জল জমায় ডেঙ্গুর আশঙ্কা করছেন এলাকাবাসীরা। অবিলম্বে নর্দমা পরিষ্কার করার ব্যবস্থা করা হোক এমনই দাবি তুলেছেন এলাকাবাসী।
আরও পড়ুনঃ কেন্দ্রীয় সংশোধনাগারে সাজাপ্রাপ্ত বন্দীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
পুরসভা খাতা-কলমে ড্রেন গুলি পরিষ্কার হয়ে থাকলেও বাস্তবে এই গুলির নোংরা দীর্ঘদিন পরিষ্কার হয়নি। ড্রেন গুলি পরিষ্কার না হওয়ার জন্য চার নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের দুর্ভোগে পড়তে হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584