নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদের সামসেরগঞ্জে শনিবার বিকালে পুলিশের পোশাক পড়ে জনতাকে মারধর করতে গিয়ে তিন যুবককে ধরে গণধোলাই দিলো এলাকাবাসী।
উত্তেজিত জনতার হাত থেকে প্রহৃৎ যুবকদের উদ্ধার করতে গিয়ে পুলিশের সাথে খণ্ডযুদ্ধ বাঁধে জনতার। এমন ঘটনায় চরম উত্তেজনা ছড়ালো সামসেরগঞ্জ থানার সাহেবনগর তালা এলাকায় । ঘটনাস্থলে সামসেরগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
জানা গিয়েছে, এদিন সামসেরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় পুলিশের পোশাক পড়ে ঘোরাফেরা করছিল চার যুবক। বেশ কয়েকজন সাধারণ মানুষকে মারধর করার পাশাপাশি তাদের অশোভনীয় ব্যবহার দেখায় জনতার সন্দেহের মুখে পড়ে তারা।
আরও পড়ুনঃ মা উড়ালপুলে ঘুড়ির সুতোয় গলা কেটে যুবকের মৃত্যু
সেই সঙ্গে আইকার্ড দেখতে চাইলে দেখাতে না পারায় রীতিমতো উত্তেজিত হয়ে উঠে জনতা। শুরু হয় বচসা থেকে হাতাহাতি।
খবর পেয়ে ছুটে আসে সামসেরগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। কিন্তু তাদেরকে উদ্ধার করতে গিয়ে পুলিশের সাথে হাতাহাতি শুরু হয়।
ছত্রভঙ্গ করতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। ফলে কোনোরকমে তিন যুবককে পুলিশ উদ্ধার করতে পারে ও একজন পালিয়ে যায়।জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার ওয়াই রঘুবংশী জানান, ঘটনার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই।
তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আগামীকালই তাদের আদালতে পাঠানো হবে। বাকি এক জনের তল্লাশি চলানোর সঙ্গে বিষয়টি সত্যতা যাচাই করার জন্য তদন্ত শুরু করেছে সামসেরগঞ্জ থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584