নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের গুইয়াদহ এলাকার কামারপাড়া গ্রামে ৪ জন বৈদ্যুতিক কর্মীকে মারধর করার অভিযোগ উঠল এলাকাবাসীর বিরুদ্ধে, গুরুতর আহত অবস্থায় ডাবচা দ্বাড়িগেড়িয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অভিযোগ ওই এলাকার একটি ট্রান্সফরমার কাজ করে ফেরার পথে কিছু গ্রামবাসী তাদের ঘিরে ফেলে, ওই চারজন বৈদ্যুতিক কর্মীদের এরপর লাঠিসোটা দিয়ে বেধড়ক মারতে থাকে।
আরও পড়ুনঃ শালবনিতে ভিন রাজ্য থেকে আসা গাড়ি আটকে বিক্ষোভ গ্রামবাসীদের
উল্লেখ্য বেশ কয়েকদিন আগে ওই এলাকায় একাধিক বৈদ্যুতিক চুরির অভিযোগ আসছিল বৈদ্যুতিক অফিসে।এরপর একাধিক পদক্ষেপ নেয়া হয়েছে ওই এলাকায়,সোমবার ওই এলাকায় বৈদ্যুতিক কাজ করতে গেলে সেই আতঙ্কেই গ্রামবাসীরা তাদের ঘিরে ফেলে বলে অভিযোগ, যদিও গোটা ঘটনার লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে চন্দ্রকোনা রোড পুলিশ বিট হাউসে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584