পরিযায়ী শ্রমিকের বাড়িতে চড়াও প্রতিবেশী, মেরে ফাটিয়ে দেওয়া হলো মাথা

0
43

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

জেলায় তিন পারিযায়ী শ্রমিকের মধ্যে করোনা পজিটিভের সন্ধান পাওয়া গিয়েছে। ব্যাপক হারে জেলায় পরিযায়ী শ্রমিক ফিরে আসাকে ঘিরে ভয় ও আতংক যেন গেঁথে বসেছে এতদিন গ্রিন জোনে থাকা বাসিন্দাদের মধ্যে। সম্ভবত সেই ভয় আর আতংকের পরিণামেই গত কাল রাত্রে ঘটে গেল এমন বর্বরোচিত ঘটনা।

পরিযায়ী শ্রমিক বাড়ি ফেরায় বাড়িতে চরাও হয়ে পরিবারের লোকের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠলো দক্ষিণ দিনাজপুর জেলায়।

locality beat up to Migrant workers in south dinajpur | newfront.co
নিজস্ব চিত্র

এই জেলার তপন থানার চক ভগিরথ এলাকায়, গতকাল দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেসের উদ্যোগে ঝাড়খণ্ড থেকে একটি বাসে করে ৪৭ জন শ্রমিককে নিয়ে আসা হয়। সেই গাড়িতে ছত্রিশগড়ের রায়পুরে আটকে থাকা সুবীর ঘোষ আসেন।

পরিবারের দাবি, জেলা প্রশাসনের তরফ থেকে তাদের বালুরঘাট ব্লকের খাসপুর স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল চেকআপ করিয়ে তাদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়। তার পরিবারের তরফে তাকে তাদের বাড়ির পাশের একটি নবনির্মিত বাড়িতে রাখা হয়,সেখানে তিনি একাই থাকবেন বলে জানানো হয়।

আরও পড়ুনঃ করোনা মোকাবিলায় প্রশাসনিক তৎপরতা বাড়ানোর দাবিতে আন্দোলন

পরিবারের লোকের অভিযোগ গতকাল রাতেই তাদের বাড়িতে পাড়ার বেশ কয়েকজন লোক চড়াও হয় এবং তাদের বাড়ির জলের লাইন, ইলেকট্রিকের তার ছিঁড়ে দেয় এবং পড়শিদের দাবি তাকে ওই বাড়ি থেকে সরিয়ে অন্য কোথাও রাখতে হবে।

এই পাড়ার মধ্যবাড়িতে রাখা যাবে না। তখনই বচসা হয় এবং সুবীর ঘোষের ভাই সুব্রত ঘোষের মাথা লাঠির আঘাতে তারা ফাটিয়ে দেয় বলে অভিযোগ। আজ তপন থানায় লিখিত অভিযোগ করেছে আক্রান্তের পরিবারের লোকজন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here