নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের খোদামবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েত এলাকার ভেটুরিয়া মধ্যমপল্লী গ্রামে রেশন দোকানে কারচুপির ঘটনায় উত্তেজিত হয়ে বিক্ষোভ দেখান এলাকাবাসী। এলাকাবাসীরা রেশন দোকানে তালা লাগিয়ে দেয়। এলাকাবাসীর অভিযোগ মৃত ব্যক্তির কার্ডে হঠাৎই আজ রেশন দেওয়া শুরু হয়।
অভিযোগ যেখানে বর্তমান পরিস্থিতিতে সঠিক মানুষ ঠিকমতো রেশন পাচ্ছে না কিন্তু মৃত মানুষজনের নামে অনেকেই রেশন তুলছেন। ডিলার নেই রয়েছে কর্মচারী, তাঁর দ্বারাই চলছে এমন রেশন দুর্নীতি। এর আগে মৃতব্যক্তির কার্ড অ্যাক্টিভ নেই বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল তাঁর পরিজনদের।
আরও পড়ুনঃ ৪ দফা দাবিতে বিডিওকে ডেপুটেশন এস ইউ সি আইয়ের
কিন্তু আজ মৃত ব্যক্তির কার্ডেও রেশন সামগ্রী দেওয়া হচ্ছে বলে অভিযোগ রেশন গ্রাহকদের। প্রায় দেড় বছরের ওপর মৃত মানুষদের রেশন কার্ডেও আচমকাই কয়েকদিন ধরে রেশন সামগ্রী দিতে থাকলে, কয়েকজন প্রতিবাদ করলে, উত্তেজনা ছড়ায়, তাঁর পরেই ভেটুরিয়া সমবায় সমিতির রেশন দোকানের শাটার নামিয়ে তালা লাগায় গ্রাহকরা। নন্দীগ্রাম থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584