বেহাল রাস্তা সংস্কারের দাবিতে ধানের চারা বুনে বিক্ষোভ গ্রামবাসীদের

0
45

নিজস্ব সংবাদদাতা,কোচবিহারঃ

locality protest for poor road
নিজস্ব চিত্র

রাস্তা সংস্কারের দাবিতে বেহাল রাস্তায় ধানের চারা বুনে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা।সোমবার শীতলখুচি ব্লকের পঞ্চানন বর্মার জন্মভিটে খলিসামারী যাবার পথে ওই বেহাল রাস্তায় ক্ষুব্ধ গ্রামবাসীরা ধান বুনে বিক্ষোভ দেখান।

জানা গেছে, মাথাভাঙ্গা মহকুমার শীতলখুচি ব্লকের জটামারি থেকে খলিসামারী পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তা বেহাল হয়ে পরেছে।গত ১০ বছর আগে এই পথটি নির্মাণ হয়।গত ৬ মাস আগে ফের রাস্তাটি সংস্কার হয়।কিন্তু কাজের নিম্ন মানের প্রমান দিয়ে সেটা আবার বেহাল হয়ে পরে বলে অভিযোগ গ্রামবাসীদের।অবিলম্বে রাস্তা সংস্কারের দাবি নিয়ে আন্দোলনে সামিল হয় তাঁরা।

locality protest for poor road
নিজস্ব চিত্র

এদিন বিক্ষোভকারীদের পক্ষে রাহুল বর্মণ, বিজয় বর্মণ সহ গ্রামবাসীরা বলেন, এই পথে অল্প বৃষ্টিতেই জল জমে কাদায় পরিণত হয় রাস্তা। মানুষের চলাচলের অযোগ্য হয়ে পরেছে রাস্তাটি। অভিযোগ,মাত্র ৬ মাস আগে রাস্তার কাজ হয়েছে।অথচ এখনই তা ভেঙে চুড়ে একাকার হয়ে গিয়েছে।ঠিকাদাররা অতি নিম্ন মানের কাজ করেছে বলে অভিযোগ।

আরও পড়ুনঃ বেহাল রাস্তা সংস্কারের দাবিতে ভোট বয়কটের সিদ্ধান্ত এলাকাবাসীর

এ বিষয়ে, শীতলখুচি কেন্দ্রের বিধায়ক হিতেন বর্মণ বলেন, রাস্তাটি বর্ষার আগে ফের সংস্কার করা যায় কিনা তা নিয়ে শীতলখুচি পঞ্চায়েত সমিতির সাথে কথা বলা হবে।এই পথ দিয়েই পঞ্চাননের জন্মভিটেতে প্রবেশ করতে হয়। এর পাশাপাশি এই পথেই নলগ্রাম,সাটিমারি, বড়কইমারী, সোনারচালন, সাবেকছিট এলাকার কয়েক হাজার মানুষ প্রতিদিন ওই রাস্তা দিয়ে যাতায়াত করে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here