দীর্ঘদিনের বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে সোচ্চার এলাকাবাসী

0
96

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

পশ্চিম মেদিনীপুরের দাঁতন ২ নম্বর ব্লকের খন্ডরুই থেকে তুরকা যাওয়ার ২ কিমি রাস্তা প্রায় গত ৫ বছর ধরে বিভিন্ন রাজনৈতিক কারণেই কিংবা সঠিকভাবে ঠিকাদার নিযুক্ত না হওয়ায় চরম বেহাল অবস্থায় পড়ে রয়েছে।ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর।

নিজস্ব চিত্র

রাস্তাটি অর্ধেক কাজ হয়ে বন্ধ হয়ে গেছিল।সামান্য কিছু কংক্রিট পড়েছিল রাস্তায়।তার ওপর দিয়ে চল ছিল যাতায়াত।তার ফলে রাস্তায় প্রায় সমগ্র জায়গায় হাঁটু সমান গর্তে ভর্তি হয়ে গেছে।আর গত কয়েক দিনের বৃষ্টিতে তা জল জমে ছোট্ট ডোবা বা পুকুরের আকার ধারণ করেছে।

নিজস্ব চিত্র

বহু যন্ত্রণা নিয়ে যাতায়াত করতে হয় এলাকাবাসীদের।বহুবার দুর্ঘটনার মধ্যে পড়তে হয়েছে পথচলতি মানুষদের।এখনো ঝুঁকি নিয়ে ওই রাস্তা দিয়েই চলে ট্রেকারে যাতায়াত।খাকুড়দা থেকে জেনকাপুর ও তুরকা যাওয়ার একমাত্র সহজ মাধ্যম এই রাস্তা।

ভগ্ন রাস্তা । নিজস্ব চিত্র

বেশ কিছুদিন আগে এই রাস্তায় একটি বড় দুর্ঘটনা হয়।যেখানে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা আসেন রাস্তা সারাইয়ের জন্য অবরোধ করেছিলেন এলাকাবাসীর।আশ্বস্ত করেছিলেন ৭ দিনের মধ্যে এই রাস্তা সারাই হবে বলে।তারপরেও বহুদিন কেটে গেলে এখনো রাস্তা সারাই হয়নি।

locality protest for road damage | newsfront.co
নিজস্ব চিত্র

এলাকাবাসীদের অভিযোগ বহু যন্ত্রণা দেখেও হুঁশ ফেরেনি প্রশাসনের।খন্ডরুই থেকে তুরকা পর্যন্ত এই দুই কিলোমিটার রাস্তা এখনো তৈরি হয়নি।জীবন মৃত্যুর ঝুঁকি নিয়ে এই যাতাযাত কতদিন চলবে তা জানেন না এলাকাবাসীরা।

আরও পড়ুনঃ আমরাও তো মানুষ, এভাবে বাঁচা যায়(!) বেহাল রাস্তা সারানোর আর্জি স্থানীয়দের

এলাকাবাসী কালিপদ ঘোড়াই এর বক্তব্য “গত ৪-৫ বছর ধরে রাস্তার এই বেহাল অবস্থা।আমরা শুনেছি টাকা পয়সার কোন কারনে ঠিকাদার কাজটি করতে পারেননি তবে সঠিক জানিনা।গত কয়েকদিন আগে এখানে একটি বট গাছের গোড়ায় এই রাস্তার কারণে দুর্ঘটনা হয় একজন মারা যায়।

রাস্তা অবরোধ হয়েছিল প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা এসেছিলেন।খুব তাড়াতাড়ি রাস্তা মেরামত করা হবে বলে বলেছিলেন, তবে তা এখনও পর্যন্ত হয়নি ।” অপর এক এলাকাবাসী সমিত শ্যামল এর বক্তব্য “শুনেছিলাম রাস্তাটি জেলা পরিষদের অধীন।

জলপাইগুড়ির কোন এক ঠিকাদার দিয়ে কাজ শুরু হয়েছিল কিন্তু মাঝখানেই কাজটি বন্ধ হয়ে যায়।তবে সঠিক কারণ আমাদের জানা নেই ।দীর্ঘদিন ধরে রাস্তাটির বেহাল রয়েছে।সবাই জানেন,তবে কেন হচ্ছে না তাও জানিনা।আমরা চরম ভুক্তভোগী ।

“এই বিষয়ে জেলা পরিষদের প্রাক্তন পূর্ত পরিবহন কর্মাধ্যক্ষ শৈবাল গিরির বক্তব্য -” বর্তমান রাস্তাটি পি. ডব্লিউ. ডি. অধীনে রয়েছে। আমি পূর্ত কর্মাধ্যক্ষ থাকাকালীন রাস্তাটি করার জন্য উদ্যোগ নেই।সেই অনুযায়ী টেন্ডার ও ডাকা হয়।কিন্তু ঠিকাদার নির্বাচন করার পরেও তিনি সঠিকভাবে কাজ করতে পারেননি।

ফলে কাজটি অর্ধসমাপ্ত অবস্থায় থেকে যায়।আর আমার যখন পদ পরিবর্তন হয়।পরবর্তী ক্ষেত্রে এটার রি-টেন্ডার ডেকে করার জন্য আমি আবেদন রাখি।এখন পুরো বিষয়টা পিডব্লিউডি দেখছে।তারা যদি না করে কি করা যাবে।তবে আমরা লিডব্লিউডি কে কাজটি দ্রুত করার জন্য আবেদন রাখব ।”

তবে প্রশাসনিক গাফিলতি হোক বা সঠিক ঠিকাদার নির্বাচন না হোক যেকোনো কারণেই রাস্তাটি প্রায় ৫-৬ বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে।যার চরম ভোগান্তি ভুগতে হচ্ছে এলাকাবাসীদের।এখন দেখার এই দুর্বিষহ অবস্থা কবে পরিবর্তন হয়।কবে প্রশাসন উদ্যোগ নেয় এই রাস্তাটি সঠিক রূপায়নে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here