মনিরুল হক, কোচবিহারঃ
কোচবিহার শহরে দুয়ারে সরকার প্রকল্প ঘিরে চরম বিভ্রান্তির মুখে পড়ল এলাকার বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে কোচবিহার ১৮ নম্বর ওয়ার্ড সংলগ্ন বাংলা স্কুলে যেখানে দুয়ারে সরকার প্রকল্পের কাজ হয়।
অভিযোগ, বৃহস্পতিবার শহরের ১৮ ও ১৯ নম্বর ওয়ার্ডে বাসিন্দাদের দুয়ারে সরকারের মধ্যদিয়ে সরকারি প্রকল্পের পরিষেবা দেওয়া হবে । সেই মত মাইকিং ও করা হয় সদর মহকুমা প্রশাসকের পক্ষ থেকে বলে দাবি করে স্থানীয় বাসিন্দারা ।
সেই মোতাবেক স্থানীয় বাসিন্দারা এদিন সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থাকে। সময় অতিক্রান্ত হয়ে গেলেও কোনো আধিকারিক না আসায় উত্তেজিত হয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা।
শহরের ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিষ্ণু মজুমদার বলেন, গতকাল মাইকিং শুনে এদিন সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে থাকি। বেলা চলেগেলে কোন আধিকারিক না আসায় কাজ না করেই ফিরে যেতে হচ্ছে।
আরও পড়ুনঃ বেতন বৃদ্ধি হওয়ায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন মাথাভাঙ্গার গ্রামীন সম্পদ কর্মীদের
বিষয়টি নিয়ে কোচবিহার সদর মহকুমা শাসক সব্যসাচী রায় বলেন, আজকের তারিখ উল্লেখ করে সরকারের পক্ষ থেকে কোন রকমের মাইকিং করা হয়নি। কে বা কারা কি উদ্দেশ্যে মাইকিং করল বিষয়টি আমি পুলিশ কে বলবো পুলিশ যেন বিষয়টি খতিয়ে দেখে, বলে তিনি উল্লেখ করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584