নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
মেদিনীপুর শহর ও খড়্গপুর শহরের মাঝখানে মোহনপুর, আর সেই মোহনপুর এলাকায় একটি খেলার মাঠ কে কেন্দ্র করে বিক্ষোভ এলাকাবাসীর।
মোহনপুর এলাকার একটি খেলার মাঠের কিছু অংশ খড়্গপুর আইআইটি’র অধীন বলেই জানা গেছে। আইআইটি কর্তৃপক্ষ মাঠের মাঝ বরাবর তা বাউন্ডারি দিয়ে ঘিরতে গেলে সমস্যার সৃষ্টি হয়।
এলাকার মানুষ দল-মত-নির্বিশেষে একত্রিত হয়ে তার প্রতিবাদ জানায়। পাশাপাশি আইআইটি কর্তৃপক্ষের কাছে আবেদন, যাতে তাদের খেলার মাঠটি বাঁচিয়ে বাউন্ডারি দেয় আইআইটি কর্তৃপক্ষ ।
আরও পড়ুনঃ জলপাইগুড়িতে ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ, অস্ত্র সহ গ্রেফতার ৪
গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে মাঠ ফিরিয়ে দেওয়ার আবেদনকে সামনে রেখেই আট থেকে আশি প্রত্যেকেই বিক্ষোভে শামিল হন। এলাকার মানুষের প্রত্যেকের দাবি আইআইটি কর্তৃপক্ষ তার বাউন্ডারি দিক কিন্তু মাঠটাকে যেন বাঁচিয়ে রাখা যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584