শুভম বন্দোপাধ্যায়, কলকাতাঃ
পরিবেশ আদালতের পর রবীন্দ্র সরোবরে ছট পুজো নিষিদ্ধ করেছে সুপ্রিম কোর্ট। কিন্তু দেশের সর্বোচ্চ আদালতের রায় মানতে নারাজ পূণ্যার্থীরা। ছটপুজোর দাবি জানিয়ে শুক্রবার রবীন্দ্র সরোবরের সামনে বিক্ষোভ দেখাল স্থানীয়দের একাংশ। পুলিশ এবং পরিবেশ প্রেমীদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়।
কোনওভাবেই তাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। রবীন্দ্র সরোবরের সঙ্গে ছট পুজো বন্ধ রয়েছে সুভাষ সরোবরেও। শুক্রবার সকাল থেকেই রবীন্দ্র সরোবর ৯ টি গেট এবং সুভাষ সরোবরের সবকটি গেটে প্রচুর পরিমাণে পুলিশকর্মীর মোতায়েন করা হয়েছে।
গতবছর রবীন্দ্র সরোবরে ছট পুজো আটকানোর জন্য নিজে থেকে বেশকিছু বিকল্প ঘাটের অবস্থা করেছিল রাজ্য প্রশাসন। কিন্তু সে বার পূণ্যার্থীরা জোর করে তালা ভেঙে রবীন্দ্র সরোবরে ঢুকে পুজো করে। চলতি বছরে রাজ্য সরকার নিজে থেকে রবীন্দ্র সরোবরে ছট পুজো করতে চেয়ে হাইকোর্ট এবং পরিবেশ আদালতের কাছে আবেদন করলেও তা খারিজ হয়ে যায়।
আরও পড়ুনঃ ছট পুজোর জন্য শহর জুড়ে প্রস্তুত কৃত্রিম জলাশয়, পরিদর্শন করলেন ফিরহাদ হাকিম
এমনকি পরিবেশ আদালতের রায় বজায় রাখে সুপ্রিম কোর্ট। তারপরও জোর করে ছট পুজো করতে চেয়ে শুক্রবার দুপুর তিনটে নাগাদ রবীন্দ্র সরোবরের ৩ নম্বর গেটের সামনে এসে ঝামেলা শুরু করেন বেশ কিছু পূণ্যার্থী।সেখানে উপস্থিত ছিলেন পরিবেশকর্মীরা। তাঁরা বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করেন।পূণ্যার্থীদের দাবি, তাঁদের যেন কমপক্ষে ৪ ঘণ্টার জন্য পুজোর অনুমতি দেওয়া হয়। তাতে পরিবেশের কোনো ক্ষতি হবে না।
আরও পড়ুনঃ আন্তর্জাতিক পুরুষ দিবসে ‘অল বেঙ্গল মেনস ফোরাম’-এর অভিনব ভাবনা ‘পুরুষ তোমার জন্য!’
এক বিক্ষোভকারী বলেন, “আমরা কথা দিচ্ছি, লেকের জলে ঘি, তেল মিশবে না। মাত্র চার ঘণ্টার ব্যাপার। ভক্তরা জলে নামবে, উঠে আসবে। সামন্য ফুল, দুধ, মধুতে পরিবেশ দূষণ হয় না। বাইরে থেকে কিছু সংগঠন এসে আমাদের বদনাম করার জন্য এ সব করছে।”
আর এক জন বলেন, “আমরা বছরের পর বছর এখানেই পুজো করছি। আমাদের পূর্বপুরুষরাও এখানে পুজো করেছেন। এ ভাবে আমাদের অধিকার কেড়ে নেওয়া যাবে না।” তবে শেষ পাওয়া খবর পর্যন্ত পূণ্যার্থীদের ভেতরে প্রবেশ করতে দেয়নি পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584