গীতাশ্রী মুখোপাধ্যায়, জলপাইগুড়িঃ
‘নো রোড নো ভোট’ এই স্লোগান সামনে রেখে পথ অবরোধ করলেন ধূপগুড়ির গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের তিতলিতলা সংলগ্ন মধুরপুল এলাকার বাসিন্দারা ৷ এদিন পথের দাবিতে ধূপগুড়ি-ডাউকিমারী রাস্তা অবরোধ করা হয় ।
অভিযোগ মধুরপুল থেকে সৎসঙ্গ পর্যন্ত দীর্ঘ চার কিলোমিটার রাস্তার খুব বেহাল দশা, এমনকি সেতু না থাকার ফলে স্থানীয় বাসিন্দারা যাতায়াতে খুব সমস্যায় পড়েন। এছাড়াও রাত-বিরাতে রোগী নিয়ে হাসপাতালে যেতে নাজেহাল হতে হয় স্থানীয় বাসিন্দাদের ।
আরও পড়ুনঃ নাড্ডার জনসভায় বেসরকারি বাস, দুর্ভোগ নিত্যযাত্রীদের
এদিন পথ অবরোধ করে স্থানীয় বাসিন্দারা দাবি করেন যে, যতক্ষণ পর্যন্ত না তাদের রাস্তা এবং সেতুর দাবি পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা পথ অবরোধ চালিয়ে যাবেন। এছাড়াও তারা হুমকি দেন যে রাস্তার এবং সেতুর দাবি পূরণ না হলে তারা ভোট বয়কট করবেন।এরপর স্থানীয় প্রশাসন এবং পুলিশের আশ্বাসে অবশেষে পথ অবরোধ উঠে যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584