অমৃতা চন্দ, কোচবিহারঃ
দিনহাটা শহরের ১৬ নম্বর ওয়ার্ডের রাস্তাকে মেস্টিক রোডে পরিণত করা হচ্ছে । গত ১৫ দিন ধরে এই রাস্তা সংস্কারের কাজ শুরু হলে গোটা এলাকায় ধুলোয় ভরে উঠেছে বলে অভিযোগ। রাস্তার ধুলো মাড়তে বাসিন্দাদের পক্ষ থেকে জল দেওয়ার দাবি জানানো হলেও কোনরকম উদ্যোগ না থাকায় পথ অবরোধ করল স্থানীয় এলাকার বাসিন্দারা। আর এই অবরোধকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ল। বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে প্রায় ঘণ্টা তিনেক এই অবরোধ চললে সমস্যায় পড়তে হয় পথচারীদের।
পুরসভা ভোটের আগে সংশ্লিষ্ট ওয়ার্ডে রাস্তায় ধুলো মারতে জল না দেওয়ায় বাসিন্দাদের অবরোধকে ঘিরে সংশ্লিষ্ট এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। অভিযোগ রাস্তা সংস্কার ও মেস্টিক করে তোলার কাজ শুরু হলে গোটা এলাকার ধুলোয় ভরে উঠেছে। স্থানীয় কাউন্সিলর থেকে শুরু করে কর্তৃপক্ষকে একাধিকবার জানিয়েও কোনো কাজ হয়নি। বাধ্য হয়ে এদিন তারা পথ অবরোধ করে বসেন।
এদিন অবরোধের খবর পেয়ে চেয়ারম্যান উদয়ন গুহ, ভাইস চেয়ারম্যান শুভময় চক্রবর্তী সহ পুরসভার কর্মীরা সেখানে ছুটে গেলে বাসিন্দারা তাদের সামনে ক্ষোভ উগরে দেন। চেয়ারম্যানের উপস্থিতিতেই ওই কাজে নিযুক্ত কন্টাকটারের সাথে বচসায় জড়িয়ে পড়ে এলাকার বেশ কয়েকজন বাসিন্দা।পরে অবশ্য চেয়ারম্যানের হস্তক্ষেপেই সমস্যা সমাধান হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584