স্টিল এক্সপ্রেসের স্টপেজ না দেওয়ায় সরডিহাতে রেল অবরোধ

0
53

নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ

স্টিল এক্সপ্রেস স্টপেজ না দেওয়ায় সরডিহাতে রেল অবরোধ করল স্থানীয় বাসিন্দারা । তার ফলে
আটকে রয়েছে স্টিল ও জনশতাব্দী এক্সপ্রেস। ঘটনাস্থলে পৌঁছেছেন ঝাড়গ্রামের বিজেপি সাংসদ কুনার হেমব্রম।

rail strike | newsfront.co
রেল অবরোধ ৷ নিজস্ব চিত্র

গত রবিবার থেকে খড়্গপুর-ঝাড়গ্রাম শাখার সরডিহায় স্টিল এক্সপ্রেসের স্টপেজ বন্ধ হয়ে গিয়েছে। যার ফলে সরডিহা, মানিকপাড়া সহ আশেপাশের বিস্তীর্ণ এলাকার মানুষজনের ক্ষোভ ছড়িয়েছে। এমনিতেই খড়্গপুর-টাটানগর লাইনে লোকাল ট্রেন বন্ধ রয়েছে। করোনা পরিস্থিতিতে পুজোর আগে ১৬ অক্টোবর থেকে টাটানগর-হাওড়া স্টিল এক্সপ্রেস স্পেশাল ট্রেন হিসেবে চলাচল শুরু করে।

আরও পড়ুনঃ ডোমকলে এক কর্মীসভায় নাম না করে অধীরকে আক্রমণ মীম নেতার

কিন্তু রিজার্ভেশন করেই যাত্রীরা ট্রেনে উঠতে পারতেন। কিন্তু সরডিহাতে কোন রিজার্ভেশন কাউন্টার না থাকায় অনলাইনেই টিকিট কেটে যাতায়াত করছিলেন ৷ সরডিহা থেকে অনেক মানুষজন কর্মসূত্রে খড়্গপুর যায়। বর্তমানে একমাত্র এই ট্রেনটি ছিল মানুষের ভরসা।

আরও পড়ুনঃ ধুলিয়ানে সিপিএমের জনসভায় চোখে পড়ার মতো ভিড়

কিন্তু ৩০ নভেম্বর পর্যন্ত সরডিহা থেকে রিজার্ভেশন হচ্ছিল।১ ডিসেম্বর তা বন্ধ হয়ে যায়। কিন্তু তারপরও মানুষজন ঝাড়গ্রাম থেকে বুকিং করে খড়্গপুর ও হাওড়া যাচ্ছিলেন। ট্রেনও থামছিল। কিন্তু হঠাৎ ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here