নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা, গোয়ালতোড়, শালবনি, মেদিনীপুর সদর ব্লকের বিভিন্ন গ্রামে দাঁতাল হাতির তাণ্ডব অব্যাহত রয়েছে। যার ফলে হাতির হামলার আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গল লাগোয়া গ্রাম গুলির বাসিন্দারা। সেইসঙ্গে হাতির হামলায় ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন গ্রামবাসীরা।
শনিবার সকালে যেভাবে প্রায় চল্লিশটি দাঁতাল হাতি পশ্চিম মেদিনীপুর জেলার বনদফতরের ভাদুতলা রেঞ্জের অন্তর্গত শালবনি ব্লকের গড়মালগ্রাম পঞ্চায়েতের জোড়াকুশমী গ্রামে এসে প্রকাশ্য দিবালোকে যেভাবে মাঠে গিয়ে তাণ্ডব চালিয়ে যাচ্ছে তাতে এলাকার বাসিন্দারা হাতির হামলার আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছেন। তেমনি ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন। মাঠে থাকা পাকা ধান মাঠেই নষ্ট হতে বসেছে। সেইসঙ্গে অনেক কষ্ট করে যারা সদ্য আলু চাষ করেছেন সেই আলু জমিতেও হাতির দল তাণ্ডব শুরু করেছে।
যার ফলে প্রচুর ক্ষতির আশঙ্কা করছেন ওই এলাকার আলুচাষীরা। গ্রামবাসীরা বিষয়টি বন দফতরকে জানিয়েছেন। বন দফতরের পক্ষ থেকে ওই এলাকার মানুষদের সতর্ক থাকার আবেদন জানানো হয়েছে। সেই সঙ্গে বনদফতর হাতির দলের গতিবিধির ওপর নজর রাখছে বলে জানানো হয়। গ্রামবাসীদের দাবি, যদি দিনের বেলায় এভাবে হাতি তাণ্ডব করে, তাহলে রাতে কিভাবে তাণ্ডব চালাবে তা আর বলার অপেক্ষা রাখেনা ।
আরও পড়ুনঃ ফালাকাটায় উদ্বোধনের কয়েকদিনের মধ্যেই ভেঙে পড়ল শ্মশান
তাই দ্রুত ওই এলাকা থেকে হাতির দলকে সরিয়ে নেওয়ার জন্য গ্রামবাসীরা বনদফতরের কাছে আবেদন করেছেন। হাতির দল মাঠে গিয়ে যেমন মাঠে থাকা পাকা ধানের ক্ষতি করছে, তেমনি আলু চাষের ক্ষতি করছে। তাই চাষীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। সেই সঙ্গে গ্রামবাসীরা হাতির হামলার আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584