সিমা পুরকাইত,দক্ষিণ ২৪ পরগণাঃ
গ্রামের বাঁধানো রাস্তার ওপর বসে রয়েছে বাঘ। ঘর থেকে বের হতেই চোখে পড়ল এমন নজির বিহীন দৃশ্য ৷ তাই কেউ কেউ সাহস করে বাঘের ছবি ক্যামেরাবন্দি করল, আবার কেউ আতঙ্কিত হয়ে ঘরের দরজা বন্ধ করল ৷ সোমবার রাতে এই ঘটনায় হইচই পড়ে যায় কুলতলির ৬ নম্বর কিশোরীমোহনপুরে।
বেশ কয়েকজন গ্রামবাসীর গোয়ালঘরে রক্ত পড়ে থাকতে দেখে ঘটনার খবর ছড়িয়ে পড়ে। গ্রামে সাড়া পরে যায় যে গৃহপালিত গরু ও ছাগলের ওপর হামলা চালাচ্ছে বাঘ। বুকে আতঙ্ক নিয়েই আত্মরক্ষার খাতিরে লাঠিসোটা হাতে ঘর থেকে বেরিয়ে আসে গ্রামবাসীরা।
গ্রামবাসীদের জটলায় অন্ধকারে গা–ঢাকা দেয় বাঘ টি।ঘটনার খবর পেয়ে কুলতলি বিডিও অফিস ও রায়দিঘি রেঞ্জ অফিস থেকে ছুটে আসেন বন দফতরের কর্মীরা। বাঘটিকে বন্দী করতে জাল ও খাঁচা নিয়ে তাঁরা গ্রামে পৌঁছোয়।
ফের মঙ্গলবার সকালে গ্রামে হানা দেয় রয়্যাল বেঙ্গল টাইগারটি। পরে গ্রামবাসী ও বনকর্মীরা ধাওয়া করলে নদী সাঁতরে বাঘটি ফিরে যায় আজমলমারির জঙ্গলে।সোমবার সারা রাত পাহারা দেন বন দফতরের কর্মীরা।
আরও পড়ুনঃ নদীয়ায় কবি সাহিত্যিক সংবর্ধনা
রাত জাগে গোটা গ্রাম। বাঘ জঙ্গলে ফিরে গেলেও বেশ কয়েকদিন ওই এলাকায় জাল ও খাঁচা নিয়ে টহল দেবেন বনকর্মীরা, বন দফতর সূত্রে এমনই জানা গিয়েছে। পাশাপাশি গ্রামবাসীদেরও সতর্ক থাকতে বলা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584