হরিরামপুরে বেহাল রাস্তার প্রতিবাদে ভোট বয়কটের ডাক এলাকাবাসীর

0
58

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ

দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের এক নম্বর বৈরাঠা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধর্ম ডাঙ্গা গ্রামে যাওয়ার প্রায় দু কিলোমিটার রাস্তা দীর্ঘদিন যাবৎ বেহাল অবস্থায় পড়ে রয়েছে হেলদোল নেই প্রশাসনের । এলাকাবাসীদের অভিযোগ বারবার প্রশাসনকে জানানোর পরও আজ অবধি রাস্তার কোন কাজ হয়নি ।

damage road | newsfront.co
বেহাল রাস্তা ৷ নিজস্ব চিত্র

এই গ্রামটি মূলত আদিবাসী অধ্যুষিত একটি গ্রাম । এই গ্রামে প্রায় ১০০ টি আদিবাসী পরিবার বসবাস করেন । একদিকে রাস্তার সমস্যা অপরদিকে জলের সমস্যা রয়েছে এই গ্রামে। এই গ্রামের মানুষজন বলেন আমরা বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েছি শুধুই আশ্বাস মিলেছে কাজের কাজ কিছুই হয়নি । তাহলে কি রাজ্যের মুখ্যমন্ত্রী সারা রাজ্যে যে উন্নয়ন করছেন সেই উন্নয়নের ছিটেফোঁটার দেখা নেই এই এলাকায় ।

road | newsfront.co
নিজস্ব চিত্র

গ্রামবাসীদের দাবি তবে কি মুখ্যমন্ত্রী আমাদের কথা ভাবেন না বা এই গ্রামটি পশ্চিমবঙ্গ রাজ্যের বাইরে অবস্থিত এই নিয়ে ক্ষোভ এলাকাবাসীদের ।এক গ্রামবাসী মন্ত্রী টুডু জানান আমরা নিজেদের গ্রামের অসুবিধার কথা অনেকবার অঞ্চলে জানিয়েছি কিন্তু তারা কোনো কাজ করে না ।

আরও পড়ুনঃ রানীনগরে পারিবারিক জমি বিবাদ ঘিরে সংঘর্ষ

শুধু আমাদেরকে আগামীতে কাজ হবে কাজ হবে বলে আশ্বাস দেয় । আর আমরা ঘুরে চলে আসি কিন্তু কোন কাজ হয়না । তাই যদি তাদের এই সমস্যাগুলি সমাধান না হয় তাহলে আগামী বিধানসভা ভোটে তারা ভোট বয়কট এর দাবি জানিয়েছেন ।

এ প্রসঙ্গে বৈরাঠা গ্রাম পঞ্চায়েতের প্রধান রোহিনী দেব শর্মা জানান, বেহাল সেই রাস্তার মাত্র ১৭০ মিটার ঢালাই রাস্তার কাজ হয়েছে । বাকি রাস্তার কাজ খুব শীঘ্রই শুরু করে দেওয়া হবে ৷ এর জন্য প্রয়োজনীয় টেন্ডারও টাঙানো হয়েছে এবং যত শীঘ্র সম্ভব এই বেহাল রাস্তা ঠিক করে দেওয়া হবে ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here