ঝুঁকির যাত্রা অব্যাহত! পাকা সেতুর দাবিতে আন্দোলনের পথে দেওগাঁওর বাসিন্দারা

0
105

নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ

ফালাকাটা ব্লকের দেওগাঁও অঞ্চল, জটেশ্বর ১ নং অঞ্চল, জটেশ্বর দুই নং অঞ্চল, মাদারিহাট ব্লকের রাঙ্গালিবাজনা অঞ্চলের সঙ্গে যোগাযোগের মূল অন্তরায় হয়ে দাঁড়িয়েছে মুজনাই নদী।

boat | newsfront.co
যোগাযোগের মাধ্যম ৷ নিজস্ব চিত্র
bamboo bridge | newsfront.co
যোগাযোগের মাধ্যম ৷ নিজস্ব চিত্র

মাদারিহাট ব্লকের শিশুবাড়ি এলাকা থেকে ফালাকাটা ব্লকের খারাকদম পর্যন্ত প্রায় পনেরো- কুড়ি কিমি পথের যোগাযোগের প্রধান মাধ্যম বাঁশের সাঁকো অথবা নৌকো। দুই ব্লকের সংশ্লিষ্ট এলাকার মানুষদের যোগাযোগের সবচেয়ে বড় সমস্যা এই দীর্ঘ পথের নদীটি।

rabindranath ghosh | newsfront.co
রবীন্দ্রনাথ ঘোষ, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ৷ নিজস্ব চিত্র

এই নদীর দীর্ঘ পথে রয়েছে লক্ষিতুল্লা ঘাট, আজিজারের ঘাট, সাধনের ঘাট এবং গঙ্গা মণ্ডলের ঘাট। সংশ্লিষ্ট এলাকার মানুষদের সবচেয়ে সমস্যায় পড়তে হয় বর্ষাকালে। এলাকাবাসীর অভিযোগ, ভোট আসলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন ঘাটে পাকা সেতু তৈরির প্রতিশ্রুতি দিলেও আজ পর্যন্ত সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়নি ।

local residents | newsfront.co
স্থানীয় বাসিন্দা ৷ নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ রানীনগরে সাইকেল র‍্যালি সৌমিকের

জানা গিয়েছে, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী প্রতিশ্রুতি দিলেও লক্ষ্মীতুল্লা ঘাটের পাকা সেতু নির্মাণের কোনো পরিকল্পনা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর।

তবে এই বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ জানান, “পাকা সেতুর প্ল্যান এস্টিমেট নবান্নে পাঠানো হয়েছে। অর্থ দপ্তর থেকে অনুমোদন আসলে টেন্ডার প্রক্রিয়া শুরু করা হবে। বিধানসভা নির্বাচন দোরগোড়ায় তাই ভোটের আগে সেতু নির্মাণ নিয়ে সংশয় দেখা দিয়েছে এলাকাবাসীর মনে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here