ধুলো-দূষণের প্রতিবাদে জটেশ্বরে পথ অবরোধ

0
61

নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ

ধুলো দূষণে অতিষ্ঠ হয়ে সোমবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল ফালাকাটা ব্লকের জটেশ্বর ১ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দলগাঁও বস্তি ডাঙা পাড়ার বাসিন্দারা।

road strike | newsfront.co
পথ অবরোধ ৷ নিজস্ব চিত্র

অসহ্য ধুলোর দাপট সহ্য করতে না পেরে এক প্রকার বাধ্য হয়েই  সোমবার সকাল সাড়ে ৮ টা থেকে এলাকার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল অবস্থায় থাকার ফলে সকাল থেকেই গোটা এলাকা ধুলোয় ছেয়ে যায়।

rupali sarkar | newsfront.co
রূপালী সরকার ,স্থানীয় বাসিন্দা ৷ নিজস্ব চিত্র

যার ফলে ঘরে থাকা দায় হয়ে পড়ছে । এমনকি ভবিষ্যতে শ্বাসকষ্ট জনীত রোগে আক্রান্ত হওয়ার  সম্ভবনার আশঙ্কা করছেন অনেকেই ৷ বিশেষ করে শিশুদের বেশি সমস্যায় পড়তে হতে পারে। শিশুদের সারা বছর সর্দিকাশি লেগে আছে।

এদিন স্থানীয় বাসিন্দা রূপালী সরকার বলেন,”দীর্ঘ দিন ধরে রাস্তা ও সেতুর বেহাল অবস্থা। তার উপর ধুলো দূষণে আমরা নাজেহাল। এমন কি বাড়িতে বাস করাও সমস্যা হয়ে দাঁড়িয়েছে।বহুবার পঞ্চায়েত প্রধানকে জানিয়েও কোন সুরাহা হয়নি।”

আরও পড়ুনঃ শিক্ষক বদলি রোধে পড়ুয়াদের পথ অবরোধ

একই অভিযোগ করেন স্থানীয় বাসিন্দা শীত বেগ।তিনি বলেন, “আমরা চাই রাস্তাটি ভাল করে দেওয়া হোক। এছাড়া অবিলম্বে ধুলো বন্ধ করার ব্যবস্থা নিয়ে আমাদের দীর্ঘদিনের নরক যন্ত্রণা থেকে মুক্তি দেবার দাবি জানাচ্ছি।”

এই বিষয়ে জটেশ্বর ১ নং গ্রাম পঞ্চায়েত প্রধান সাঞ্জো মাঝি বলেন “বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।” প্রসঙ্গত, ওই এলাকায় তিনটি ইট ভাটা থাকায় দিন রাত অসংখ্য বড় গাড়ি চলাচল করার ফলে ধুলোয় জেরবার স্থানীয় বাসিন্দারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here