কেশিয়াড়িতে ডাম্পারের দৌরাত্ম্যের বিরুদ্ধে বিক্ষোভ, পথ অবরোধ

0
65

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

কেশিয়াড়ি বেলদা রাজ্য সড়কে ডাম্পারের দৌরাত্ম্যে অতিষ্ঠ এলাকাবাসী। সম্প্রতি ডাম্পারের ধাক্কায় মারা গিয়েছেন সাঁতরাপুর হাইস্কুলের দুই প্রাক্তন শিক্ষক। এরপরই ক্ষোভ তৈরি হয় এলাকায়। শুক্রবার সেই ক্ষোভ বিক্ষোভে পরিণত হয়।

protest | newsfront.co
বিক্ষোভ ৷ নিজস্ব চিত্র

কেশিয়াড়ি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বেপরোয়া ডাম্পার চলাচলের প্রতিবাদ জানিয়ে মিছিল ও বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হয়। শুক্রবার দুপুর থেকেই চলে কেশিয়াড়ি থানার সামনে বিক্ষোভ কর্মসূচি।ডাম্পারগুলি সুবর্ণরেখা থেকে বালি বোঝাই করে বেপরোয়া ভাবে চলছে বলে অভিযোগ। ব্যবসায়ী সংগঠনের সাথে বিক্ষোভে সামিল হয় এলাকাবাসী।

এলাকাবাসীদের অভিযোগ, প্রায়শই কেশিয়াড়ি- বেলদা অপরদিকে কেশিয়াড়ি- খড়্গপুর লাইনে বেপরোয়া ভাবে ডাম্পার গুলি চলাচল করছে। যার ফলে পথচলতি মানুষ দুর্ঘটনার মুখোমুখি হচ্ছে। অনভিজ্ঞ গাড়ি চালকের ফলে ডাম্পারগুলির কোনো নিয়ন্ত্রণ থাকে না বলে অভিযোগ। মোটরসাইকেল, সাইকেল, পথচলতি মানুষ, ছোটগাড়ি নিয়ে কেশিয়াড়ি বাজারে আসতে হয় গ্রামীণ এলাকার বহু মানুষকে।

আরও পড়ুনঃ জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে পায়ে হেঁটে জেলা পরিষদে গেলেন সহ-সভাধিপতি

জীবন হাতে নিয়ে আসতে হয় কেশিয়াড়িতে, এমনটাই দাবি স্থানীয়দের। কারণ একটাই, বেপরোয়া ডাম্পার যেকোনো সময় প্রাণ কেড়ে নিতে পারে। ডাম্পার চলাচলে নিয়ন্ত্রণের দাবিতে তাই এদিন সরব হয় কেশিয়াড়ি ব্যবসায়ী সমিতি।

এদিনের এই বিক্ষোভ ও অবরোধ কর্মসূচিতে বিভিন্ন ক্লাব সংগঠন, সহ এলাকার জন সাধারণ অংশগ্রহণ করে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত চলে কেশিয়াড়ি থানার সামনে বিক্ষোভ কর্মসূচি এবং পথ অবরোধ।পরে অবশ্য পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here