নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদ পুলিশ জেলার অন্তর্গত ভারত-বাংলাদেশ সীমান্তের সাগরপাড়া থানার সাহেবনগর গ্রাম পঞ্চায়েত এলাকার চরকাকমারী গ্রামের বাসিন্দা মোফাজ্জুল সেখকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠল বিএসএফের বিরুদ্ধে ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়।
অভিযোগ, গত সোমবার বিএসএফ ১১৭ নম্বর ব্যাটেলিয়ান জওয়ানরা মোফাজ্জুল সেখকে বেধড়ক মারে। বিএসএফের মার খেয়ে শারীরিক অসুস্থ হলে প্রথমে তাকে সাগরপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ডোমকল মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়।
পরে শারীরিক অবস্থার অবনতি হলে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জানা যায়, বিএসএফের মার খেয়ে মারা গিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ ডোমকলে পথ দুর্ঘটনায় মৃত ১, আহত ২
বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে শুক্রবার সকালে তার নিজ বাড়িতে মৃতদেহ পৌঁছালে গ্রামবাসীরা ময়না তদন্তের জন্য দাবি করে সাগরপাড়া থানায়।এই ঘটনার জন্য সকাল থেকেই পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584