নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
প্রশাসনকে জানিয়েও সরকারি আবাসনে চলতে থাকা অপরাধ ও অন্যায় মূলক কাজ না কমায় রবিবার এলাকার মানুষজন নিজেরাই তালা ঝুলিয়ে দিলেন।ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।মেদিনীপুর শহরের বিধাননগর এলাকায় রয়েছে লালকুঠি।
এতেই চলে বিকলাঙ্গ শিশুদের রিহ্যাবিলেটেশন সেন্টার।তাও অনিয়মিত।এমপিসিসি কলেজ অফ টেকনিক্যাল এডুকেশন নামে এক এনজিওর অধীনে রয়েছে এটি।এলাকাবাসীদের অভিযোগ,রাতে এখানে মহিলারা আসে।মধুচক্রের আসর বসে।জুয়া খেলা হয়।
দিনদুপুরে অনেক যুবক,কলেজ পড়ুয়া ড্রাগ খেতে আসে।ড্রাগের বেচাকেনা চলে। একবছর আগে থেকেই তাঁরা এবিষয়ে জেলা শাসক,পুলিশ সুপার,কোতয়ালী থানার আইসিকে জানান।
এলাকার কাউন্সিলর কেও জানান। এরপর এনজিওর সম্পাদিকার সঙ্গে তাঁরা দেখা করে সমস্যার কথা জানালে তিনি সেখানে তালা ঝুলিয়ে দেন।
আরও পড়ুনঃ বেতনের দাবিতে বিএসএনএল অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ
কিন্তু রহস্য জনক ভাবে সেই তালা ভেঙে পুনরায় সেসব চলতে থাকে।তাঁকে জানানো হলে তিনি জানান,এটি তাঁদের অধীনে নেই।
ইতিমধ্যে রবিবার দেখা যায় কয়েকজন শ্রমিক ভেতরে কাজ করছে।তারা বলে সঞ্জয় নামে কেউ তাঁদের কাজে লাগিয়েছে।পরে জানা যায় সবটাই মিথ্যা।আবার পুরোদমে চালু হয়েছে মেয়েদের আনাগোনা,ড্রাগসের কারবার।
এদিন রুম্পা ব্যানার্জি, পম্পা বসু, আরতি মান্না ,শ্রেয়সী পাল সহ অনেক মহিলা বিক্ষোভ দেখান।পরে প্রশাসনকে জানিয়ে নিজেরাই তালা ঝুলিয়ে দেন এই আবাসনে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584