শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
প্রধান শিক্ষক স্কুলে দেরিতে আসায় স্কুলের গেটে তালা ঝোলালো গ্রামবাসীরা।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের ৫ নং দেউল গ্ৰাম পঞ্চায়েতে নয়াপাড়া অঞ্চলে। এইদিন গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার নন্দী দেরীতে আসার জন্য প্রাথমিক বিদ্যালয়ে তালা লাগালেন গ্ৰামবাসীরা।
ঘটনার সূত্রপাত হয় গত ২৩ নভেম্বর কচড়া স্কুল মাঠে সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের একত্রিত ক্রীড়া প্রতিযোগিতা থাকায় নোয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ের দুই ছাত্র ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
কিন্তু গ্ৰামবাসীরা অভিযোগ করেন নেশাগ্ৰস্ত অবস্থায় নোয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক তাপস কুমার নন্দী দুই ছাত্র-ছাত্রী প্রতিমা কর্মকার ও দেবনাথ রায় কে একাই ছেড়ে দেন বাড়ি ফেরার জন্য।
আরও পড়ুনঃ এনআরসি ইস্যুতে কালিয়াগঞ্জে ধরাশায়ী বিজেপি
ওই ছাত্র ছাত্রী রা অনেক রাত্রিবেলায় বাড়ি পৌঁছায় । শিক্ষকের এই দায়িত্বহীনতার কথা জানাজানি হতেই নোয়াপাড়ার গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েন।
যদিও এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক বলেন, ভুল অভিযোগ আমি নেশা করিনি কিন্তু ছাত্র-ছাত্রীরা ওই দিন আমায় না বলে একাই চলে এসেছিলো। আর প্রত্যেক দিনের মতই আজও এগারোটার আগেই স্কুলে এসেছি শুধুমাত্র আমাকে ফাঁসানোর জন্য মিথ্যা অভিযোগ আনছে গ্রামবাসীরা।
শেষমেষ কুসুমন্ডি ব্লকের এস আই এলে এইদিন স্কুলের সামনে থেকে বিক্ষোভ উঠে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584