নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
বাঙালির প্রিয় খাবার ভাত ও মাছ। মাছের পাতলা ঝোল আর গরম গরম ভাত পেলে খুশি বাঙালি। একটি বাঙালি পরিবারে মাছের প্রয়োজনীয়তা ঠিক কতটা তা উঠে আসবে ‘ভালোবাসা আবাসন’ ছবিতে। কমেডিতে ঠাসা এই ছবিতে বিভিন্ন চরিত্রে রয়েছেন ফাল্গুনি চ্যাটার্জি, রুমকি চ্যাটার্জি, রণজয়, সোহিনী সরকার, রুপসা চ্যাটার্জি, অর্পণ। ‘ভালোবাসা আবাসন’-এ ঘটে চলা মাছকেন্দ্রিক টুকরো টুকরো ঘটনাই এই ছবির রসদ।
গল্পটা হালকা একটু বলি? হৃত্বিক অফিসের কাজে শিলিগুড়ি যায়। পরদিনই ফিরে আসার কথা। এরপর দিন থেকেই লকডাউন। সে তার বউ রিমাকে জানান দেয় নিজের না ফেরার কথা। বউ স্মার্ট কিন্তু অবুঝ। শিশুসুলভ বলা যায় তাকে। বরকে বেজায় ভালোবাসে সে। তাকে ছাড়া তার থাকা দায়। বরের ফোন কলেই সে জানতে পারে লকডাউনের কথা। বর বলে দেয়, বাজার থেকে মাছ এনে রাখতে। আগামী দশ দিন বেরোনো দায়। আর মাছ পাওয়াও দুরূহ ব্যাপার।
আবাসনের দুই প্রেমিক যুগলের গল্পও আছে ছবিতে। এখানে প্রেমিক ভিক্টর তার প্রেমিকা রুমিকে মাছ দিয়ে প্রেম নিবেদন করে। রয়েছে দুই প্রবীণ মানুষের পরিবারের কথাও। ওদিকে হৃত্বিক আর রিমার মধ্যে একদিন ভুল বোঝাবুঝি দানা বাঁধে। কিন্তু কে তাদের প্রেমের মৌচাকে ঢিল মারল? এই ভুল বোঝাবুঝি কি মিটবে আদৌ? মিটলেও কার দৌলতে? মাছের নাকি অন্য কারো দৌলতে? উত্তর পাওয়া যাবে ২১ জুন, বিকেল ৫ টায়, জি বাংলার ‘লকডাউন ডায়েরি’তে।
আরও পড়ুনঃ ডিপ্রেশনের ছবি, ফলাফল ফুটে উঠল ‘মিরর’-এ
প্রসঙ্গত, লকডাউনের শক্ত সময়ে কীভাবে সুখ এবং ইতিবাচকতা বজায় রাখা যায় তা দেখাতে মাছটিকে একটি মোটিফ হিসেবে দেখানো হয়েছে ‘ভালোবাসা আবাসন’ ছবিতে। সবমিলিয়ে বেশ মশলাদার এই ছবি। দর্শক হাসবেন, আনন্দ পাবেন, ডিপ্রেশন থেকে কিছুক্ষণের জন্য হলেও রেহাই পাবেন। আর ছবি শেষে গরম তেলে মাছ ভাজবেন!
২১ জুন, বিকেল ৫ টায়, জি বাংলায় ‘লকডাউন ডায়েরি’তে ‘ভালোবাসা আবাসন’ দেখতে ভুলবেন না।।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584