ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
উত্তরপ্রদেশ, দিল্লির পর লকডাউনের মেয়াদ বাড়ল জম্মু কাশ্মীরেও। ১৭মে পর্যন্ত রাজ্যের ২০টি জেলায় চলবে কারফিউ। করোনার প্রকোপে ত্রস্ত সারা পৃথিবী।
অপরদিকে, আগামী ১০মে থেকে কর্নাটকে শুরু হবে ১৮-এর ঊর্ধ্বে টিকাকরন। কর্ণাটক সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা কো-উইন পোর্টালে নাম নথিভুক্ত করেছেন তারাই প্রাধান্য পাবেন।
Curfew in Jammu & Kashmir extended till May 17: Department of Information & Public Relations. #COVID19
— Press Trust of India (@PTI_News) May 9, 2021
এরইমধ্যে করোনা বিপর্যয়ের সাথে মোকাবিলায় চার রাজ্য যথা, মহারাষ্ট্র, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এদিন বৈঠকে কোভিড মোকাবিলায় মহারাষ্ট্র সরকারের প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আরও পড়ুনঃ ফাঁকা একটিই আইসিইউ বেড! অপেক্ষায় ৩০ জন মরণাপন্ন রোগী
উল্লেখ্য, করোনার বাড়বাড়ন্ত রুখতে আরও এক সপ্তাহ লকডাউনের মেয়াদ বাড়িয়েছে দিল্লি সরকার। বন্ধ করা হল মেট্রো পরিষেবাও। আজ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইট করে ঘোষণা করেছেন, ১৭মে পর্যন্ত লকডাউন জারি থাকবে রাজ্যে। অক্সিজেন ও বেডের অভাবে বেসামাল দিল্লি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584