শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
পশ্চিমবঙ্গে ৩০ জুন পর্যন্ত লকডাউন বাড়ানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সাম্প্রতিক করোনা পরিস্থিতির কথা বিচার করেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সোমবার নবান্ন সভাঘরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যে লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
প্রতীকী চিত্ররাজ্যের সাম্প্রতিক পরিস্থিতির কথা বিচার করেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, এখন থেকে যে কোনও ধর্মীয়স্থানে ১০ জনের বদলে ২৫ জন একসঙ্গে ঢুকতে পারবেন। এবার থেকে বিয়ে বাড়ি, অন্নপ্রাশন বা অন্য সামাজিক অনুষ্ঠানে সর্বোচ্চ ১৫ জন উপস্থিত থাকতে পারবেন বলে ঘোষণা রাজ্য সরকারের। তবে এই সময়টা খুব সাবধানে থাকতে হবে। এখন যেভাবে সংক্রমণ বাড়ছে তাতে এছাড়া অন্য কোনও রাস্তা নেই।
এছাড়াও এদিন মুখ্যমন্ত্রী দাবি করেন, অন্য রাজ্য থেকে শ্রমিকদের নিয়ে যাওয়ার জন্য বাংলায় ট্রেন পাঠানো হলেও এই রাজ্য থেকে কেউ ফিরতে চাননি। তিনি জানিয়েছেন; অন্য রাজ্য থেকে মানুষ বাংলায় ফিরলেও, বাংলায় থাকা অন্য রাজ্যের শ্রমিকরা কিন্তু যেতে চাইছেন না’। বাংলায় ১১ লক্ষ পরিযায়ী শ্রমিক ফেরত আসবে, ইতিমধ্যেই সাড়ে ৯ লক্ষ মানুষ ফেরত অন্য রাজ্য থেকে এসেছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584