নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
করোনার দাওয়াই এখনও বাজারে আসেনি। ফলে করোনার হাত থেকে আপাতত বাঁচতে মূল দাওয়াই হিসেবে লক ডাউন নয়তো শাট্ ডাউন। সঙ্গে সামাজিক দূরত্ব বিধি পালনই একমাত্র পথ।
সে দিকে লক্ষ্য রেখে অতি মহামারির কবল থেকে বাঁচতে সাময়িক ভাবে নিজেদের এবং জন- সাধারণের স্বার্থে ফালাকাটা ব্লকের জটেশ্বরে আজ অর্থাৎ মঙ্গলবার বেলা ১২ টার থেকে আগামী শনিবার পর্যন্ত লক ডাউনের সিদ্ধান্ত নিয়েছে জটেশ্বর মার্চেন্ট এসোসিয়েশন।
আরও পড়ুনঃ রাতভর বৃষ্টিতে বানভাসী মুম্বই
এদিন জটেশ্বর মার্চেন্ট এসোসিয়েশনের সম্পাদক অভিজিৎ বল জানান, “যেভাবে করোনা ঘরের চৌকাঠে হানা দিচ্ছে তার থেকে নিজেদের এবং জন-সাধারণকে বাঁচাতে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত শুধুমাত্র জটেশ্বরের বাজারের সমস্ত রকম ব্যবসায়ী প্রতিষ্ঠান গুলি সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কিছু জরুরী পরিষেবা বন্ধের আওতার বাইরে থাকছে বলে জানান তিনি।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584