লকডাউনের ব্যর্থতার গ্রাফচিত্র টুইট করলেন রাহুল

0
57

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

‘ভারতে লকডাউন ব্যর্থ হয়েছে’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে এমনই বললেন রাহুল গান্ধী। দলীয় সূত্রে খবর, অন্যান্য দেশের সঙ্গে লকডাউনের তুলনা করে এরকমই কিছু মন্তব্য করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি। তাঁর এই দাবির স্বপক্ষে যুক্তি দিয়ে পাঁচটি গ্রাফ টুইট করেন রাহুল গান্ধি। সেই গ্রাফ থেকে স্পষ্ট ইউরোপের দেশগুলোর লকডাউনের তুলনায় ভারতে পাঁচ দফায় চলা লকডাউন কীভাবে ব্যর্থ হচ্ছে।

Rahul Gandhi | newsfront.co
ফাইল চিত্র

রাহুল গান্ধি বলেছেন, “বর্তমান পরিস্থিতিতে দেশে প্রতিদিন অস্বাভাবিক হারে করোনা সংক্রমণ বাড়ছে। আর সেই সময় আনলক ১.০ করছে কেন্দ্রীয় সরকার।” সংক্রমণ রোধে ২৫ মার্চ থেকে দেশে জারি ছিল লকডাউন। মোট পাঁচ দফার এই লকডাউন বলবৎ হয়েছে ভারতে। এর জন্য আন্তর্জাতিক সংস্থাগুলির কাছ থেকে প্রশংসাও কুড়িয়েছে ভারত। কিন্তু গত সপ্তাহে হু হু করে বেড়েছে সংক্রমণ। আর এতেই বাড়ছে স্বাস্থ্যমন্ত্রকের উদ্বেগ।

এদিকে, করোনা সঙ্কটের কারণে নতুন কোনো সরকারি প্রকল্পের কাজে হাত দেবে না কেন্দ্র, সাফ জানিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রক। ২৫ মার্চ থেকে দেশজুড়ে টানা লকডাউন জারি রেখেও সংক্রমণকে ঠেকানো যায়নি। করোনা সঙ্কট মোকাবিলাই এখন প্রধান লক্ষ। তাই নতুন করে আর সরকারি কোনও প্রকল্পের ঘোষণা করার কথা ভাবা হচ্ছে না, জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

আরও পড়ুনঃ ধর্মীয় স্থান খুললেও বন্ধ প্রসাদ বিতরণ, নির্দেশিকা জারি কেন্দ্রের

সমস্ত মন্ত্রককে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে যে, নতুন কোনও প্রকল্পের জন্যে যেন তারা কেন্দ্রীয় অর্থমন্ত্রকের কাছে সমস্ত সুপারিশ করা বন্ধ করে দেয়। কেন্দ্রীয় অর্থমন্ত্রী এও বলেনষযে, শুধুমাত্র প্রধানমন্ত্রীর ‘গরিব কল্যাণ যোজনা’ ও ‘আত্মনির্ভর’ প্রকল্পে যে যে ঘোষণাগুলি করা হয়েছেসেগুলির জন্যই টাকা খরচ করা হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here