লকডাউনে দুই পারের ছবি ‘দূরে থাকা কাছের মানুষ’

0
106

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

এবার হাজির ইন্দো-বাংলাদেশের লকডাউন শর্ট ফিল্ম ‘দূরে থাকা কাছের মানুষ’। পরিচালক শাহরিয়ার পলক।
প্রযোজনায় টিভিওয়ালা মিডিয়া (কলকাতা) এবং প্রেক্ষাগৃহ ভিশুয়াল ফ্যাক্টরি প্রোডাকশান (ঢাকা )। বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন বিক্রম চ্যাটার্জি, রাফিয়াত রশিদ মিথিলা। বিক্রমের চরিত্রের নাম দীপ্ত আর মিথিলার চরিত্রের নাম বন্যা।গল্প লিখেছেন অভ্র চক্রবর্তী। সহযোগী পরিচালক মুস্তাফি শিমুল।

shortfilm | newsfront.co

প্রসঙ্গত, এই ছবির সঙ্গে যুক্ত সকলেই পারিশ্রমিক ছাড়াই নিজেদের কাজটুকু দিয়েছেন এই কঠিন সময়ের লড়াইয়ে নিজেদের ঢাল তলোয়ার হিসেবে ব্যবহার করতে। এই শর্টফিল্ম থেকে সংগৃহীত অর্থের পুরোটাই ঢাকা এবং কলকাতার সিনেমা শ্রমিকদের কল্যাণ তহবিলে অনুদান হিসেবে দেওয়া হবে। ১২ মিনিট ৫ সেকেন্ডের এই ছবির গল্পের দিকে তাকালে দেখবেন- নীরার অসুখ হলে কলকাতায় সবাই বড় দুঃখে থাকে / সূর্য নিভে গেলে পর, নিয়নের বাতিগুলি হঠাৎ জ্বলার আগে জেনে নেয়/ নীরা আজ ভালো আছো?

shortfilm | newsfront.co

দীপ্ত এহেন কবিতা থেকে অনেক দূরে। লন্ডন থেকে কলকাতায় এসেছে একমাস হল। ভাইরাস, ব্যাকটেরিয়া নিয়েই ওর গবেষণা।গোটা পিথিবী যখন ভাইরাসে আক্রান্ত, সে তো খোঁজ নেবেই তার নীরা কেমন আছে? কেমন আছো বলতে গিয়ে বলে ফেললো অনেক কথা।ওর নীরা ভালোই আছে, ওর নাম বন্যা।

আরও পড়ুনঃ ভারতে ইতিহাস সৃষ্টিকারী ফিল্ম পাড়ি দিল স্পেনে

ঢাকা শহরের একজন সাংবাদিক। সঙ্গীত শিল্পী হিসেবেও তার নাম ডাক আছে একটু আধটু। দুজনে কথা বলে চোদ্দ বছর পর। তারপর? জানতে হলে দেখতে হবে ‘দূরে থাকা কাছেরমানুষ’। সঙ্গীত ও শব্দ বিন্যাসে বিটকল মিউজিক। মিউজিক অ্যারেঞ্জমেন্ট ও ভয়েস গৌরব মন্ডল জন।

মহিলা কণ্ঠে সিথি সাহা। টাইটেল মিউজিক করেছেন শাহারিয়ার আলম মার্শেল। বিশেষ সহায়তায় ইমন চৌধুরী।
সম্পাদনায় প্রেক্ষাগৃহ ভ্যিজুয়াল ফ্যাক্টরি। পোস্টার ডিজাইন করেছেন শুভব্রত। গ্রাফিক্স প্যাকেজিং-এ প্রেক্ষাগৃহ ও  ছায়াছবি ডিজাইন স্টুডিও। পোস্ট সুপারভাইজার শুভ ভট্টাচার্য। মোবাইল ক্যামেরা অপারেশন মাইমুন খান, অভিনব ঘোষ। দুই পারের কলাকুশলীই নিজেদের এই অভিনব উদ্যোগ এবং কাজ নিয়ে বেশ খুশি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here