মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। আর এই লকডাউনের সময় করোনা সংক্রমণের ভয়ে কেউ কারোর বাড়িও যাচ্ছেন না। এহেন পরিস্থিতিতে যদি আপনার বাড়ির দরজায় কেউ আচমকা নক করে, তাহলে কেমন হবে একবার ভেবে দেখুন তো। করোনা ভয় আগে থেকেই গ্রাস করেছে এবার দরজায় টোকা মারার এই শব্দে সেই ভয়টা আরও জোরালো হতে পারে কিন্তু। তবে দরজা খুলে যদি দেখেন কেউ নেই।
তাহলে কী করোনার সঙ্গে আপনি একটুও ভুতের ভয় পাবেন না? বিষয়টাকে রোমাঞ্চকর মনে হচ্ছে তো? হ্যাঁ, এই লকডাউন পিরিয়ডে দর্শককে ঠিক এরকমই একটা রোমাঞ্চকর শর্ট ফিল্ম উপহার দিতে চলেছেন পরিচালক সত্যজিৎ দাস। আগামী ১৪ জুন অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে সত্যজিৎ দাস পরিচালিত শর্ট ফিল্ম ‘নক নক’।
আরও পড়ুনঃ টলিপাড়ার নক্ষত্ররা উপগ্রহ! শর্ট ফিল্মের ভাবনা চুরির অভিযোগে নিরুত্তর আনন্দবাজার
লং সিরিজ শর্টের প্রথম অংশতেই থাকবে এই শর্ট ফিল্মটি। এই শর্ট ফিল্মে অভিনয় করেছেন পূর্বাশা দেবনাথ ও মৃত্যুঞ্জয় নাথ। দরজায় কেউ নক করবে। কিন্তু দরজা খুলে কাউকে দেখা যাবে না। তাহলে সেই দরজা নক করার শব্দটা আসছে কোথা থেকে? সেটা জানতে হলে আরও একটা দিন অপেক্ষা করতে হবে আপনাদের। বিষয়টা হাল্কা মনে হলেও ছবির গল্প যে মজবুত করে বাঁধা হয়েছে, তা বোঝা যাবে অভিনবত্বে মোড়া এই রোমাঞ্চকর শর্ট ফিল্মটি মুক্তি পাওয়ার পর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584