করোনামুক্ত ভোরের স্বপ্ন নিয়ে ‘আবার শুরু’

0
265

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

Lockdown shorts | newsfront.co

নচিকেতার গানের লাইন মনে করেই বলি- সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণরকম। কবে আসবে সেই ভোর? যেদিন সকলে সকলকে ফোনে জানাব- আমরা করোনা মুক্ত, উঠে গেছে লকডাউন। এই স্বপ্ন আমরা প্রায়ই দেখি আজকাল। মানুষ আশা নিয়ে বাঁচে। আর সত্যিই একদিন আসবে সেই ভোর।

Judhajeet Banerjee | newsfront.co
যুধাজিৎ ব্যানার্জি,অভিনেতা

যেদিন নিউজ চ্যানেলে, সংবাদপত্রে কিংবা ওয়েব পোর্টালে থাকবে না আক্রান্ত বা মৃতের খবর। এই আশাকে বুকে বেঁধেই একটি শর্ট ফিল্ম বানিয়েছেন পরিচালক বর্ষালি চ্যাটার্জি৷ নাম ‘আবার শুরু’। যেখানে অভিনয় করতে দেখা গিয়েছে যুধাজিৎ ব্যানার্জি, দেবরাজ মুখার্জি, পাঞ্চালি মুখার্জি, জয়মালা গাঙ্গুলি, কোয়েল (শিশু), অমিতাভ ভট্টাচার্য এবং কৌশিক ভট্টাচার্য এবং শিক্ষিকা মোনালিসা মজুমদারকে।

আরও পড়ুনঃ লকডাউনে মেয়ে পটানোর কৌশল বিষয়ে ‘প্রেমে লকডাউন’

shortfilm | newsfront.co

সকলেই নিজের ঘরে থেকে ভিডিও শুট করেছেন। ভাল সময় খুব তাড়াতাড়ি দেখার জন্য আমাদের থাকতে হবে ঘরে। তবেই জয় আসবে তাড়াতাড়ি। এই শর্ট ফিল্মে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রতি শ্রদ্ধার্ঘ জানানো হয়েছে। তাঁদের ত্যাগ, তাঁদের হাত না থাকলে ভারতবাসীকেও হয়ত একদিন মৃত্যুমিছিল দেখতে হত। তাই তাঁদের উপরে অত্যাচার, অন্যায়, লাঠিপেটা, বোমাবাজি নয় তাঁদেরকে তাঁদের কাজটা করতে দিতে হবে। পাশে থাকতে হবে।

Barshali Chatterjee | newsfront.co
বর্ষালি চ্যাটার্জি,পরিচালক

একইসঙ্গে শ্রদ্ধা জানানো হয়েছে প্রশাসন, সাফাইকর্মী, ব্যাঙ্ককর্মীদের প্রতিও। আজকের এই মনমরা জীবনে বর্ষালির এই নিবেদন বেশ অন্যরকম। পজিটিভ এনার্জি দেয়। এক লহমায় ঠোঁটের কোণে হাসি এনে দিল শর্ট ফিল্মটি। সত্যিই তো, আমরা তো এই দিনটারই স্বপ্ন দেখি ভীষণরকম।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here