নবনীতা দত্তগুপ্ত ,বিনোদন ডেস্কঃ
গৃহবন্দি বিনোদনপ্রেমী দর্শকের জন্য নতুন লকডাউন শর্টস ‘একটি তারা’। ‘টিভিওয়ালা মিডিয়া’র প্রযোজনায় শর্টস টি বানিয়েছেন পরিচালক শিলাদিত্য মৌলিক। এটি প্যারোনিয়া এবং হিস্টিরিয়ার একটি গল্প। সেখানে বিশ্বব্যাপী মহামারী পৃথিবীর প্রতিটি মানুষকে প্রভাবিত করে। একটি ভিডিও কল, অন্য লোকের সাথে সংযোগ স্থাপনের এক মরিয়া প্রচেষ্টা এবং লকডাউনের কারণে মানবজীবনে মারাত্মক ক্ষতি হয়।
গল্প খানিকটা এরকম- এক মহিলা এক পুরুষের কাছ থেকে একটি ফোন কল পায়। সে জানিয়েছে যে সে একটি ফেসবুক পোস্ট থেকে মোবাইল নম্বরটি পেয়েছে। মহিলাটি লোকটিকে ভিডিও কল করতে বলে কারণ সে অনেকদিন কোনও মানুষের মুখ দেখেনি। লোকটি রাজি হয়। তাদের কথোপকথন থেকে জানা যায় যে মহিলাটি একজন অভিনেত্রী। সে লোকটির মুখ দেখতে চায়। কারণ লোকটির মুখ মুখোশ এবং সানগ্লাস দিয়ে প্রায় ঢাকা। অভিনেত্রী লোকটিকে মুখোশ অপসারণ করার জন্য জোর করে। তবে সে মুখোশটা খোলে না। তার বক্তব্য সে কুৎসিত।
আরও পড়ুনঃ সব হাঁচিই করোনা নয়
তাদের কথোপকথনটি এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে জানা গেছে যে ভাইরাসজনিত কারণে মানব জাতির বেশিরভাগ ধ্বংস হয়ে গেছে বলেই সম্ভবত তারা এই স্থানে বেঁচে থাকতে পারে কেবলমাত্র দুজন ব্যক্তি। লোকটি জানায় যে তাদের এর আগে সাক্ষাত হয়েছে তবে তিনি একজন অভিনেত্রী হয়ে তাঁকে আর স্মরণ করেন না। অনেক অনুরোধের পরে, লোকটি অবশেষে তার মুখোশটি খুলল এবং অভিনেত্রী হতবাক হয়ে গেল। তারপর? জানতে হলে দেখতে হবে ছবিটি।
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পায়েল সরকার, শুভ্র এস দাস। পরিচালক শিলাদিত্য মৌলিক। সম্পাদনায় সংলাপ ভৌমিক। সঙ্গীত পরিচালনায় রণজয় ভট্টাচার্য। টিভিওয়ালা মিডিয়ার ফেসবুক পেজ এবং ইউটিউবে জ্বলে উঠবে ‘একটি তারা’।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584