কনটেইনমেন্ট জোনে ৩০ জুন পর্যন্ত লকডাউন চলবে

0
106

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

Lockdown | newsfront.co
প্রতীকী চিত্র

শুধুমাত্র কনটেইনমেন্ট এলাকায় আগামী ৩০শে জুন পর্যন্ত জারি থাকবে লকডাউন৫। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

১লা জুন ২০২০ থেকে রাতের কারফিউয়ের মেয়াদকাল সন্ধে ৭টার পরিবর্তে রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত চলবে।জেলা কর্তৃপক্ষ ঠিক করবে কনটেইনমেন্ট এলাকা। কনটেইনমেন্ট এলাকায় শুধুমাত্র জরুরী পরিষেবা চালু থাকবে। কনটেইনমেন্ট এলাকার বাইরের বাফার জোন ঠিক করবে রাজ্য সরকার।

আনলকের দ্বিতীয় পর্যায়ে স্কুল কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান ট্রেনিং প্রতিষ্ঠান ইত্যাদি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল গুলির সঙ্গে আলোচনা করার পর খোলা হবে। জুলাই মাসে সেই সিদ্ধান্ত নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানা গেছে দেশব্যাপী আন্তর্জাতিক বিমান যাত্রা, মেট্রো রেল চলাচল বন্ধ থাকবে। বন্ধ থাকবে সিনেমা হল, জিমনেশিয়াম, সুইমিং পুল, প্রমোদ পার্ক, থিয়েটার, বার, অডিটোরিয়াম, অ্যাসেম্বলি হল প্রমূখ। সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় বড় জমায়েতও বন্ধ থাকবে। তবে শর্ত সাপেক্ষে খোলা  যাবে শপিং মল ও রেস্টুরেন্ট।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here