ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ
কেন্দ্রীয় লকডাউন নির্দেশিকা সংশোধন নিয়ে এখনো ধন্দে রয়েছে আমজনতা।শর্তসাপেক্ষে শুক্রবার গভীর রাতে কেন্দ্র নির্দেশ দেয় শপস অ্যান্ড এস্ট্যাবলিশমেন্ট অ্যাক্টের আওতাভুক্ত রাজ্যের দোকানগুলি ক্রয়-বিক্রয় করতে পারবে। কিন্তু এক্ষেত্রে মাল্টি ব্র্যান্ড শপিং মল গুলি খোলা যাবে না। পাশাপাশি সেলুনকেও এই আওতার বাইরে রাখা হয়েছে।
সর্বশেষ নির্দেশিকা অনুযায়ী যেগুলি খোলা ও যেগুলো বন্ধ থাকবে সেগুলি হল
খোলা থাকবেঃ
- রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের গ্রামীণ এলাকায় সব শপস অ্যান্ড এস্ট্যাবলিশমেন্ট আইনের আওতাভুক্ত করার দোকান, রেসিডেন্সিয়াল ও মার্কেট কমপ্লেক্সে থাকা দোকান ।
- পুর ও পুরনিগম এলাকায় শুধু স্ট্যান্ড অ্যালন শপ এবং রেসিডেন্সিয়াল কমপ্লেক্সের দোকান। অত্যাবশ্যকীয় নয় এমন পণ্যের দোকান রয়েছে। তবে সেখানে ৫০% কর্মী নিয়ে কাজ করতে হবে।
- ই-কমার্স সংস্থাগুলির শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্যের পরিষেবা দিতে পারবে ।
যেগুলো বন্ধ থাকবেঃ
- প্রেক্ষাগৃহ ও কমপ্লেক্সে থাকা দোকানপাট, শপিং কমপ্লেক্স ও মার্কেট কমপ্লেক্সে থাকা দোকান, মাল্টি ব্র্যান্ড ও সিঙ্গেল ব্র্যান্ড মল ।
- মদের দোকান ও শপিং মল এর ভিতরে থাকা বুটিক।
উল্লেখ্য ২৪ মার্চ প্রথম দফার লকডাউন ঘোষণার পর মোট ৬ বার লকডাউন নিয়ম সংশোধন করেছে কেন্দ্রীয় সরকার। একইভাবে দ্বিতীয় দফা ১৫ এপ্রিল লকডাউনের পর মোট ৭ বার লকডাউন বিধি পরিবর্তন করেছে কেন্দ্রীয় সরকার। আর এভাবেই বারংবার লকডাউন বিধি পরিবর্তনের কারণে স্পষ্ট নয় কোন কোন ক্ষেত্রে মানুষ ছাড় পাবে কোন কোন ক্ষেত্রে ছাড় পাবে না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584