ব্যাঙ্ক লকারে বাড়ছে খরচ, লাগু হচ্ছে ‘অ্যাক্টস অফ গড’

0
81

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্ট:

ছবি সংগৃহীত

আগামী বছরের শুরু থেকেই বাড়তে চলেছে ব্যাঙ্কের লকারের খরচ। ব্যাঙ্কের লকার গ্রাহকদের জন্য সংশোধিত নির্দেশিকা জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নতুন নিয়ম চালু হবে আগামী ১ জানুয়ারি থেকে।

সংশোধিত নিয়মে লকারের ভাড়া বাড়িয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। ব্যাঙ্কগুলিতে খালি লকারের সংখ্যা ও আবেদনকারীদের সংখ্যার কি পরিস্থিতি তা বিস্তারিত জানতে চেয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।

এক নজরে নতুন নির্দেশিকা –

• এবার থেকে লকারের জন্য আবেদন করলে গ্রাহককে টার্ম ডিপোজিট রাখতে বলতে পারবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এই টার্ম ডিপোজিটের মধ্যে তিন বছরের লকারের ভাড়া ছাড়াও লকার ভাড়া নেওয়ার যে প্রাথমিক মুল্য সেই টাকাও নিয়ে নেবে ব্যাঙ্ক। লকারের গ্রাহক ভাড়া না দিলে যাতে ব্যঙ্কের সমস্যা না হয় সেই কারণেই এই নতুন নিয়ম বলে মনে করা হচ্ছে। তবে এই নিয়ম শুধুমাত্র নতুন লকার গ্রাহকদের জন্যই লাগুু, পুরোনো গ্রাহকদের টার্ম ডিপোজিট দিতে বাধ্য করতে পারবে না ব্যাঙ্ক।

• লকারে বেআইনি কিছু রাখতে পারবেন না গ্রাহক। লকার নেওয়ার আগেই সেই চুক্তিপত্র স্ট্যাম্প পেপারে স্বাক্ষর করিয়ে নেবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

• নতুন নিয়ম অনুযায়ী, তিন বছর গ্রাহক লকারের ভাড়া না দিলে লকার ভাঙতে পারবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

• লকার এগ্রিমেন্টের ক্ষেত্রে কোনও ধরনের বেআইনি চুক্তি রাখতে পারবে না ব্যাঙ্ক কর্তপক্ষ। চাইলে এই চুক্তিপত্রের রিভিউ করা যেতে পারে।

• ক্লেইম সেটলমেন্টের ক্ষেত্রে বোর্ডের অনুমোদিত নীতি থাকতে হবে ব্যাঙ্কের।

• প্রাকৃতিক দুর্যোগের কারণে লকারের সম্পদের কোনও ক্ষতি হলে তার জন্য দায়ী থাকবে না ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এই প্রাকৃতিক দুর্যোগকে ‘অ্যাক্টস অফ গড’ বা ভগবানের কারণে হয়েছে বলেই ধরে নেওয়া হবে। তবে ব্যাঙ্কেরও দায়িত্ব থাকবে, প্রাকৃতিক বিপর্যয় থেকে লকারকে সুরক্ষিত রাখার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here