নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
করোনা ভাইরাসের প্রকোপে ত্রস্ত গোটা বিশ্ব। কোভিড-১৯-এর জেরে নাজেহাল ভারতবাসীও। দ্রুত ছড়িয়ে পড়ছে সংক্রমণ। ফলে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। বাড়ছে মৃতের সংখ্যাও। রাজনৈতিক মহলে অনেক আগেই প্রবেশ করেছে করোনা। এবার রাজ্য বিজেপির অন্দরে থাবা বসালো এই মারণ ভাইরাস। করোনায় আক্রান্ত হলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।
শুক্রবার নিজেই টুইট করে বিষয়টি জানালেন বিজেপি নেত্রী। সূত্রের খবর, আপাতত হোম আইসোলেশনেই থাকবেন তিনি। করোনা পরীক্ষার রিপোর্ট যে পজিটিভ, সে কথা নিজেই টুইট করে জানিয়েছেন হুগলির সাংসদ তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদিকা লকেট। আপাতত হোম আইসোলেশনে রয়েছেন তিনি। তবে জ্বর থাকায় চিকিৎসকদের পরামর্শ নিচ্ছেন।
I have tested postive for Covid19 this morning, having mild fever and was in self-isolation for the past one week. I will keep everyone posted. All is well.
— Locket Chatterjee (@me_locket) July 3, 2020
প্রয়োজনে হাসপাতালে নিয়ে যাওয়া হতে পারে তাঁকে। এ দিন বেলা ৩টে নাগাদ লকেট চট্টোপাধ্যায় টুইট করে জানান যে, “আমার কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তবে সব ঠিক রয়েছে। সময়মতো সব জানাবো।” জ্বর করোনার অন্যতম উপসর্গ। তাই মৃদু জ্বর আসতেই গত প্রায় এক সপ্তাহ ধরে যে তিনি নিজেকে গৃহবন্দি করে নিয়েছিলেন, তাও জানিয়েছেন হুগলির সাংসদ।
বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় লকডাউনের মধ্যেও নানা এলাকায় ছোটাছুটি করেছেন। কখনও আমপান দুর্গতদের জন্য ত্রাণের ব্যবস্থা করতে, কখনও দলীয় কর্মসূচিতে যোগ দিতে, কখনও আবার রাজনৈতিক হিংসায় আক্রান্ত দলীয় কর্মীদের পাশে দাঁড়াতে ছুটে যান তিনি। বিজেপির দলীয় বৈঠক বা ভার্চুয়াল র্যা লিগুলোয় সামাজিক দূরত্ব বহাল রাখার বিষয়টা খেয়াল রাখা হচ্ছিল।
আরও পড়ুনঃ রাইটার্সের গেটের সামনে আত্মঘাতী পুলিশ কর্মী
কিন্তু ত্রাণ বা রাজনৈতিক হিংসা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ হয়েছে যে সব এলাকায়, সেখানে অনেক ক্ষেত্রেই সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হয় না জনপ্রতিনিধিদের পক্ষে। অতএব সংক্রামিত হওয়ার আশঙ্কা থেকেই যায়। প্রসঙ্গত, কয়েকদিন ধরেই অসুস্থ রাজ্য বিজেপির বেশ কয়েকজন নেতা। কারও জ্বর, তো কারও সর্দি। ফলে অনেকেই বিশ্রামে রয়েছেন। লকেট চট্টোপাধ্যায়ও কয়েকদিন দলীয় কর্মসূচি থেকে সরিয়েই রেখেছিলেন নিজেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584