‘মুখ্যমন্ত্রী পাহাড়ে আগুন জ্বালাতে চাইছে’, বাগডোগরা বিমান বন্দরে বললেন লকেট

0
66

নিজস্ব সংবাদদাতা, দার্জিলিংঃ

বিহারে ভোটের প্রচার সেরে কলকাতা ফেরার পথে বাগডোগরার বিমান বন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি। এরপর তিনি বলেন যে, “রাজ্যে কোথাও কিঞ্চিত মাত্র উন্নয়ন করেননি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শুধুমাত্র ভোট পাওয়ার লোভে ছত্রধর মাহাতোকে মাওবাদী থেকে ছাড়িয়ে তৃণমূলের পদ দিয়েছেন। মুখ্যমন্ত্রী পাহাড়ে আগুন জ্বালাতে চাইছেন। এবং জনতা ২০২১এ ঠিক বিচার করবে।

mp locket | newsfront.co
সাংবাদিকদের মুখোমুখি লকেট চ্যাটার্জি। নিজস্ব চিত্র

এতদিন যাকে পাওয়া যাচ্ছিল না সেই বিমল গুরুং প্রকাশ্যে কলকাতাতে ঘুরে বেড়াচ্ছে। পাহাড়কে আবার অশান্ত করতে চাইছে মুখ্যমন্ত্রী। মমতা ব্যানার্জির উপর মানুষের বিশ্বাস হারিয়ে যাচ্ছে।

locket chatterjee | newsfront.co
নিজস্ব চিত্র

কারণ মমতা ব্যানার্জি ভোটের জন্য যা খুশি করতে পারেন। যে কারর পায়ে পড়তে পারেন। কিন্তু ভোট উনার চাই। মানুষ মেরে হোক খুনের রাজনীতি করে হোক।মানুষের উন্নয়ন তার কাছে কোন প্রাধান্য রাখেনা। রাজনীতি তার কাছে সব, তাই মানুষের বিশ্বাস তার উপর থেকে হাড়িয়ে যাচ্ছে।”

আরও পড়ুনঃ লোকাল ট্রেন চালু নিয়ে সোমবার বৈঠক নবান্নে

অপরদিকে মুখ্যমন্ত্রীর সাথে বিনয় তামাং ও অনিত থাপার বৈঠক প্রসঙ্গে লকেট চ্যাটার্জি বলেন পাহাড়ে আগুন জ্বালিয়ে শান্তি নষ্ট করতে চাইছেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here