ঝাড়গ্রামেও কী পঙ্গপাল! বিতর্কের মাঝেই আতঙ্ক

0
154

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ

ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের জোড়াশাল গ্রামে হঠাৎ পঙ্গপাল জাতীয় পোকার আক্রমণে আতঙ্কিত চাষীরা! জমির পর জমির ফসল নষ্ট হওয়ার মুখে। লাউ থেকে শুরু করে পুঁই, লঙ্কা, কুমড়ো গাছে দেখা মিলছে এই পঙ্গপাল জাতীয় পোকা। এই পোকার আক্রমণে অতিষ্ঠ হয়ে উঠেছেন চাষীরা। খবর পেয়ে জোড়াশাল গ্রামে যান সাঁকরাইলের বিডিও মিঠুন মজুমদার ও কলাইকুণ্ডা রেঞ্জের বনকর্মীরা।

এই পতঙ্গ ঘিরে ছড়ায় আতঙ্ক। নিজস্ব চিত্র

গ্রামের বাসিন্দাদের কথায় , টিভিতে যে পোকার কথা বলা হয়েছিল, এইগুলি বোধহয় সেই জাতীয় পোকা। সবজি গাছের পাতা শুকনো করে কেটে খেয়ে ফেলছে, ফলে সবজি বা ফসল নষ্ট হয়ে যাচ্ছে! লকডাউনের বাজারে এই ফসল বিক্রি করে তাদের সংসার চলছে, কিন্তু এখন পঙ্গপাল জাতীয় পোকার আতঙ্কে বেশ চিন্তায় পড়েছেন জোড়াশাল গ্রামের বাসিন্দারা।

ঘটনাস্থলে সরকারি আধিকারিকরা। নিজস্ব চিত্র

খড়্গপুরের ডিএফও অরূপ মুখোপাধ্যায় বলেন, ওগুলিও এক ধরনের পঙ্গপাল। তবে আকারে ছোট। এই পঙ্গপাল উত্তর-পশ্চিম ভারতের মতো নয়। এরা সাধারণত ফসলের ক্ষতি করে। পরিস্থিতির উপর আমরা নজর রেখেছি। প্রয়োজন হলে কীটনাশক প্রয়োগ করা হবে।

ঝাড়গ্রাম রাজ কলেজের প্রাণীবিদ্যার অধ্যাপক তথা ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেবনারায়ণ রায় অবশ্য বলেন, এগুলি পঙ্গপাল নয়। এক ধরনের গঙ্গাফড়িং প্রজাতির পতঙ্গ। দেহের গঠনের মধ্যে পার্থক্য এবং বর্ণবৈচিত্র্য রয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here