গীতাশ্রী মুখোপাধ্যায়, জলপাইগুড়িঃ
লোহারা উন্নয়ন বোর্ড গঠন, সাদরী ভাষাকে আঞ্চলিক ভাষার স্বীকৃতি, জমিনের পাট্টা, নূন্যতম হাজিরা সহ একগুচ্ছ দাবিতে বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা শাসকের দফতরে স্মারকলিপি প্রদান করা হল নর্থবেঙ্গল লোহারা সমাজ সমিতির পক্ষ থেকে।
এদিন শহরের রাজবাড়িপাড়া এলাকা থেকে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে জেলা শাসকের দফতরে গিয়ে শেষ হয়। এরপর জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখিয়ে নিজেদের দাবিপত্র তুলে দেন সংগঠনের নেতৃত্বরা।
আরও পড়ুনঃ কাঁথিতে বিজেপির সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার প্রতিবাদে তৃণমূলের ডেপুটেশন
নর্থবেঙ্গল লোহারা সমাজ সমিতির সম্পাদক ওমদাস লোহারা বলেন, অবিলম্বে লোহার উন্নয়ন বোর্ড গঠন, সাদরী ভাষায় অ্যাকাডেমি ও স্কুল সহ অন্যান্য দাবিতে এদিনের স্মারকলিপি প্রদান। উপস্থিত ছিলেন ওমদাস লোহারা, লালু লোহারা, রাজেন লোহারা সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584