ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
৩৮৫ জন সদস্যের সম্মতিতে লোকসভায় পাস হলো ওবিসি বিল। এই বিল পাস হওয়ার ফলে রাজ্য ও কেন্দ্রশাষিত অঞ্চলগুলি নিজেদের মতো ওবিসি তালিকা তৈরি করতে পারবে, তাতে কেন্দ্রের কোন হস্তক্ষেপ থাকবে না। সরকার ও বিরোধী দুই পক্ষের সমর্থনেই পাস হলো এই বিল যা সাম্প্রতিক কালে নজিরবিহীন। সংসদের দুই কক্ষেই পাস হলো ওবিসি বিল।
আরও পড়ুনঃ নয়া বিদ্যুৎ বিলের বিরোধিতায় ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার রাজ্য শাখা, সাংসদদের ইমেল
লোকসভার বাদল অধিবেশনে পাস হওয়া গুরুত্বপূর্ণ বিলগুলির মধ্যে একটি ছিল এই ওবিসি বিল। এই বিলটি আইনে পরিণত হলে তার সুবিধা ভোগ করবে সব রাজনৈতিক দলই। আপাতভাবে উত্তর প্রদেশ নির্বাচনের কথা মাথায় রেখেই ওবিসি বিল তড়িঘড়ি পাস করানো হলো বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। সব রাজনৈতিক দলই বিধানসভা ভোটের আগে সংরক্ষণ বিষয়টি ব্যবহার করে থাকে রাজনৈতিক উদ্দেশ্যে। ওবিসি বিলের কয়েকটি সংশোধনীতে বিরোধীদের আপত্তি থাকলেও মোটের ওপর নির্ঝঞ্ঝাটেই সংসদের দুই কক্ষে পাস হয়ে গিয়েছে বিলটি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584